বাংলা নিউজ > ঘরে বাইরে > বৃহস্পতিবার একধাক্কায় ৯০০ টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, সস্তা হল রুপোও

বৃহস্পতিবার একধাক্কায় ৯০০ টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, সস্তা হল রুপোও

বৃহস্পতিবার প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৮,৮৬০ টাকা।

এক ধাক্কায় ১০ গ্রামের হিসেবে ৪৯,০০০ টাকার নীচে নামল সোনার দাম।

বৃহস্পতিবার এক ধাক্কায় ১০ গ্রামের হিসেবে ৪৯,০০০ টাকার নীচে নামল সোনার দাম। এ দিন এমসিএক্স সূচকে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৮,৮৬০ টাকা। সূচকে ১.৪% পতনের জেরে প্রতি কেজি রুপোর দামও নেমে দাঁড়িয়েছে ৬৫,১২৭ টাকা, অর্থাৎ গতকালের দরের চেয়ে ৯০০ টাকা কম। 

গত অগস্ট মাসে রেকর্ড দাম ৫৬,২০০ টাকার চেয়ে প্রতি ১০ গ্রামে এখন ৭,৫০০ কম দর পাচ্ছে সোনা।

মার্কিন ডলারের দাম চাঙ্গা থাকায় এবং আমেরিকার রাজস্ব দফতরের মুনাফা চড়তে থাকার জেরে আন্তর্জাতিক বাজারেও এ দিন সোনার দাম নিম্নগামীই থাকল। স্পট গোল্ড সূচকে ০.৩% পতনের ফলে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৮৪০ ডলার। 

পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন কোভিড পরিস্থিতিতে ধুঁকতে থাকা বাজার চাঙ্গা করতে বড়সড় অর্থনৈতিক সংস্কার করবেন বলে খবর চাউর হওয়ায় আমেরিকার রাজস্ব দফতরের ছাড়া বন্ডের দাম ও ডলারের দাম আরও কিছুটা চড়েছে।

সোনা ব্যবসায়ীদের নজর রয়েছে আমেরিকার ফেডেরাল রিজার্ভ-এর চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিবৃতির দিকে। এ দিন বিকেলে একটি ওয়েবিনারে অংশগ্রহণ করতে চলেছেন পাওয়েল, যেখানে তিনি মার্কিন অর্থনৈতিক সংস্কার সম্পর্কে কোনও ইঙ্গিত দেন কি না, তা ভাবাচ্ছে লগ্নিকারীদের।

সোনার দাম বৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে কোভিড টিকাকরণ সংক্রান্ত ঝুঁকি ও অতিমারী প্রতিরোধের হার, মনে করছে কোটাক সিকিওরিটিজ। তা ছাড়া বিনিয়োগকারীদের উৎসাহে ভাটা পড়াও সোনার দামে প্রভাব ফেলছে বলে দাবি সংস্থার।

বুধবার বিশ্বের বৃহত্তম ইটিএফ এসপিডিআর গোল্ড ট্রাস্টে মজুত সোনার পরিমাণ ০.৯% পড়ার ফলে দাঁড়ায় ১,১৭১.২১ টন। 

কোটাক সিকিওরিডিজ-এর পূর্বাভাস, ‘মার্কিন ডলারের উত্থান-পতনের উপরে নির্ভর করছে অস্থির সোনার বাজার স্বাভাবিক হওয়া। তবে অর্থনৈতিক সংস্কার ও ভাইরাস সংক্রমণের উর্দ্ধগতির কারণে লগ্নিকারীদের সামগ্রিক প্রবণতা এখনও সোনায় আস্থা রাখছে। অন্য দিকে, দাম কমলে বিনিয়োগের সিদ্ধান্তই আপাতত রুপোর ক্ষেত্রে প্রযোজ্য।’

বন্ধ করুন