মঙ্গলবার ভারতীয় বাজারে কমল সোনার দাম। এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ০.১০ শতাংশ বা ৫৩ টাকা কমে দাঁড়িয়েছে ৫১,৪৮০ টাকা। তবে সামান্য বেড়েছে রুপোর দাম। এক কিলোগ্রাম রুপোর দাম ৩২০ টাকা বা ০.৪৮ শতাংশ ৬৬,৬১৫ টাকা।
মঙ্গলবার বাজার খোলার সময় কলকাতায় সোনা এবং রুপোর দাম কত থাকল?
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম)- ৫২,১০০ টাকা।
• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৪৯,৪৫০ টাকা।
• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম)- ৫০,২০০ টাকা।
• এক কিলোগ্রাম রুপোর বাট - ৬৭,২০০ টাকা।
• এক কিলোগ্রাম খুচরো রুপো - ৬৭,৩০০ টাকা।
(ভারত এবং কলকাতায় সোনা এবং রুপোর দাম কত? চোখ রাখুন এখানে)
ভারতে সোনার দামের ইতিহাস
গত শুক্রবারও কমেছিল সোনার দাম। গত সপ্তাহের শেষ কর্মদিবসে এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ৩১০ টাকা কমে দাঁড়িয়েছিল ৫১,২৭৫ টাকা। গত মাসের (মার্চ) গোড়ার দিকে ১০ গ্রাম সোনার দাম ৫৫,৬০০ টাকায় পৌঁছে গিয়েছিল। যা ভারতে সর্বকালীন রেকর্ডের ক্ষেত্রে মাত্র ৬০০ টাকা কম ছিল। ২০২০ সালে অগস্টে ভারতে ১০ গ্রাম সোনার দাম ৫৬,১৯১ টাকায় পৌঁছে গিয়েছিল। সেই পরিস্থিতিতে সোনার দাম রেকর্ড তৈরি করবে বলে আশঙ্কায় করছিল বাজার। তবে স্বস্তি দিয়ে অনেকটাই কমে যায় সোনার দাম। আপাতত নেমে এসেছে ৫১,০০০ টাকার স্তরে।