নয়া অর্থবর্ষের প্রথমদিনে ভারতে কমল সোনার দাম। এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ০.২৬ শতাংশ বা ১৩৫ টাকা কমে দাঁড়িয়েছে ৫১,৪৫০ টাকা। সেইসঙ্গে কমেছে রুপোর দামও। এক কিলোগ্রাম রুপোর দাম ০.৪২ শতাংশ বা ২৮২ টাকা কমে ঠেকেছে ৬৭,২০৫ টাকায়।
শুক্রবার বাজার খোলার পর ১০ গ্রাম সোনার দাম সর্বোচ্চ ৫১,৫২৯ টাকায় পৌঁছে গিয়েছিল। একটা সময় আবার নেমে গিয়েছিল ৫১,৪৩৫ টাকায়। সেখান থেকে আপাতত কিছুটা উত্থান হয়েছে সোনার। অন্যদিকে, শুক্রবার বাজার খোলার সময় এক কিলোগ্রাম রুপোর দাম ছিল ৬৭,৩৭৪ টাকা। যা একটা সময় ৬৭,৪৫৬ টাকায় পৌঁছে গিয়েছিল। যদিও তা আবার নেমে এসেছে। আপাতত বাজারের তথ্য অনুযায়ী, এক কিলোগ্রাম রুপোর দাম ৬৭,১৮০ টাকায় নেমেছিল। সেটাই আপাতত শুক্রবারের সবথেকে কম দাম।
এমনিতে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের জেরে গত মাসে ব্যাপক উত্থান-পতনের সাক্ষী ছিল সোনা এবং রুপো। গত মাসের গোড়ার দিকে ১০ গ্রাম সোনার দাম ৫৫,৬০০ টাকায় পৌঁছে গিয়েছিল। যা ভারতে সর্বকালীন রেকর্ডের ক্ষেত্রে মাত্র ৬০০ টাকা কম ছিল। ২০২০ সালে অগস্টে ভারতে ১০ গ্রাম সোনার দাম ৫৬,১৯১ টাকায় পৌঁছে গিয়েছিল। সেই পরিস্থিতিতে সোনার দাম রেকর্ড তৈরি করবে বলে আশঙ্কায় করছিল বাজার। তবে স্বস্তি দিয়ে অনেকটাই কমে যায় সোনার দাম। আপাতত নেমে এসেছে ৫১,০০০ টাকার স্তরে।