সপ্তাহের শুরুতেই ভারতীয় বাজারে সামান্য বাড়ল সোনার দাম। যা প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন স্তরের কাছে ঘোরাফেরা করছে। সোমবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ০.০১ শতাংশ বা ছ'টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫০,৮৪০ টাকা।
গত সেশনে (শুক্রবার) ভারতীয় বাজারে ০.৩ শতাংশ পতনের সাক্ষী ছিল হলুদ ধাতু। যা সপ্তাহের শুরুতে সামান্য বাড়লেও দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি। অন্যদিকে, গত সেশনে ১.১ শতাংশ পতনের সাক্ষী ছিল রুপো। সেখানে সপ্তাহের প্রথম কর্মদিবসে ভারতে এক কিলোগ্রাম রুপোর দাম ১৫ টাকা বা ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০,৯৫২ টাকা।
কলকাতায় সোনা এবং রুপোর দাম
সোমবার কলকাতায় বাজার খোলার সময় সোনা এবং রুপোর দাম কত থাকল (জিএসটি ছাড়া), তা দেখে নিন -
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম)- ৫১,৭০০ টাকা।
• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৪৯,০৫০ টাকা
• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম)- ৪৯,৮০০ টাকা
• এক কিলোগ্রাম রুপোর বাট - ৬১,৪০০ টাকা।
• এক কিলোগ্রাম খুচরো রুপো - ৬১,৫০০ টাকা।
(ভারত এবং কলকাতায় সোনা ও রুপোর দাম কত থাকছে? রোজ দেখুন এখানে)
বিশ্ব বাজারে সোনার দাম
বিশ্ব বাজারে অবশ্য সোমবার কমেছে সোনার দাম। মার্কিন ডলারের প্রভাবে এক আউন্স স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ বেড়ে ঠেকেছ ১,৮৩৬.৬৭ ডলারে। আপাতত প্রায় দু'দশকের সর্বোচ্চ স্তরের কাছে ঘোরাফেরা করছে ডলার সূচক। দৃঢ় মার্কিন ডলারের কারণে অন্যান্য মুদ্রাধারীদের কাছে সোনার চাহিদা কমেছে। অন্যদিকে, কমেছে রুপোর দামও। এক আউন্স স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ কমে ঠেকেছে ২১.৪৯ ডলারে।