অক্ষয় তৃতীয়ার দিনদশেক আগে ভারতীয় বাজারে বাড়ল সোনা এবং রুপোর দাম। শুক্রবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ১৩৭ টাকা বা ০.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২,৫৫০ টাকা। রুপোর উত্থান অবশ্য অনেকটাই কম। এক কিলোগ্রাম রুপোর দাম ২৬ টাকা বা ০.০৪ শতাংশ বেড়ে ঠেকেছে ৬৭,১৫১ টাকায়।
সপ্তাহের শেষ কর্মদিবসে বাজার খোলার পর প্রাথমিকভাবে ১০ গ্রাম সোনার দাম ০.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল ৫২,৪৯৮ টাকা। সেই উত্থান এখনও জারি আছে। তবে প্রাথমিকভাবে রুপোর দাম কমেছিল। ০.১ শতাংশ কমে এক কিলোগ্রাম রুপোর দাম ৬৭,০৫০ টাকায় ঠেকেছিল। যদিও সেখান থেকে উঠেছে রুপোর দামের গ্রাফ। বিশেষজ্ঞদের মতে, মুদ্রাস্ফীতি, বিয়ের মরশুম এবং অক্ষয় তৃতীয়ার জেরে আপাতত সোনার দাম বাড়বে বলে মনে করা হচ্ছে।
অক্ষয় তৃতীয়া কবে?
বাংলা পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৯ বৈশাখ বা ৩ মে অক্ষয় তৃতীয়া পড়েছে। দেখে নিন, অক্ষয় তৃতীয়ার শুভ সময় -
১) সকাল ৮ টা ২২ মিনিট থেকে সকাল ১০ টা ১৪ মিনিট।
২) বেলা ১২ টা ৫১ মিনিট থেকে দুপুর ১ টা ১০ মিনিট।
৩) দুপুর ৩ টে ২৯ মিনিট থেকে বিকেল ৫ টা ১৩ মিনিট।
৪) রাত ৯ টা থেকে রাত ১১ টা ১১ মিনিট।