বাংলা নিউজ > ঘরে বাইরে > Adani Group: একধাক্কায় মুনাফা কমল আদানি এই সংস্থার! আবার ফুলেফেঁপে উঠল এই কোম্পানি

Adani Group: একধাক্কায় মুনাফা কমল আদানি এই সংস্থার! আবার ফুলেফেঁপে উঠল এই কোম্পানি

বৃহস্পতিবার আদানি এন্টারপ্রাইজ জানিয়েছে যে, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। আদানি এন্টারপ্রাইজ লিমিটেড (AEL) এই দ্বিতীয় ত্রৈমাসিকে মোট ৪৬০.৯৪ কোটি টাকার নেট মুনাফা হয়েছে বলে জানিয়েছে।

অন্য গ্যালারিগুলি