বৃহস্পতিবার আদানি এন্টারপ্রাইজ জানিয়েছে যে, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। আদানি এন্টারপ্রাইজ লিমিটেড (AEL) এই দ্বিতীয় ত্রৈমাসিকে মোট ৪৬০.৯৪ কোটি টাকার নেট মুনাফা হয়েছে বলে জানিয়েছে।
1/5আদানি গ্রুপের বিনিয়োগকারীদের জন্য একদিনে দু'টি খবর। একটি ভালো, অপরটি খারাপ। প্রথমে খারাপ খবরটি জেনে নেওয়া যাক। ফাইল ছবি: রয়টার্স ও পিটিআই (Reuters & PTI)
2/5বৃহস্পতিবার আদানি উইলমার লিমিটেডের সেপ্টেম্বর প্রান্তিকের রিপোর্ট প্রকাশিত হয়েছে। আর তাতে দেখা যাচ্ছে, সংস্থার মুনাফা একধাক্কায় ৭৩% কমে গিয়েছে। আদানি উইলমারের বেশ কিছু প্রথম সারির জনপ্রিয় খাবারের ব্র্যান্ড আছে। ফাইল ছবি: আদানি উইলমার (Reuters & PTI)
3/5গত অর্থবর্ষের ১৮২ কোটির মুনাফা ছিল। সেই তুলনায় চলতি অর্থবর্ষে মাত্র ৪৮.৭ কোটি টাকা। অন্যদিকে সুখবরও রয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters & PTI)
4/5বৃহস্পতিবার আদানি এন্টারপ্রাইজ জানিয়েছে যে, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। আদানি এন্টারপ্রাইজ লিমিটেড (AEL) এই দ্বিতীয় ত্রৈমাসিকে মোট ৪৬০.৯৪ কোটি টাকার নেট মুনাফা হয়েছে বলে জানিয়েছে। মাত্র এক বছর আগেই এই একই সময়ে সংখ্যাটা ছিল ২১২.৪১ কোটি টাকা। ফাইল ছবি: সমীর জানা/হিন্দুস্তান টাইমস (Reuters & PTI)
5/5আদানি এন্টারপ্রাইজ জানিয়েছে, এই সময়পর্বে সংস্থার অপারেটিং আয় প্রায় তিনগুণ বেড়ে ৩৮,১৭৫.২৩ কোটি টাকা হয়ে গিয়েছে। ২০২১ সালের জুলাই-সেপ্টেম্বরে এই সংখ্যাটা ছিল ১৩,২১৮ কোটি টাকা। ফাইল ছবি : রয়টার্স (Reuters & PTI)