ফের ট্রেন দুর্ঘটনা ওড়িশায়। ওড়িশার জাজপুরে ট্রেন দুর্ঘটনার জেরে মৃত্যু হল ৪ শ্রমিকের। এবার ৪ জন শ্রমিককে পিষে দিয়ে গেল ট্রেন। ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। উল্লেখ্য, করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটকে না কাটতেই ওড়িশার এই দুর্ঘটনা ফের একবার আতঙ্কের রেশ তৈরি করল।
জানা গিয়েছে, জাজপুর রেলস্টেশনে দাঁড়িয়ে ছিল এক মালগাড়ি। আর তার নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন কিছু শ্রমিক। আচমকা চলতে শুরু করে ট্রেন। আর তখনই ঘটে যায় বিপত্তি। ট্রেনের চাকায় পিষে গিয়ে ওই শ্রমিকদের মৃত্যু হয়েছে। ৪ জনের মৃত্যুর দুঃসংবাদ ছাড়াও আরও ৪ জনের আহত হওয়ার খবর এসেছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে ওড়িশার ট্রেন দুর্ঘটনয়া ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ টি ট্রেন। তারফলে করমণ্ডল এক্সপ্রেসের সবচেয়ে বেশি সংখ্যক যাত্রীর মৃত্যু হয়েছে। মালগাড়ির সঙ্গে ধাক্কার আগে, এক লাইনচ্যূত যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনে ধাক্কা খায় করমণ্ডল এক্সপ্রেস। জানা যায়স শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস লুপ লাইনে ঢুকে গিয়েছিল। সেটি সেখানে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে ধাক্কা দেয়। ভাঙাচোড়া কামরা গিয়ে পড়ে পাশের লাইনে থাকা বেঙ্গালুরু হাওড়া হামসফর এক্সপ্রেসের ওপর। ওদিকে, করমণ্ডল এক্সপ্রেসের ২৩ টি কামরা থেকে ২০ টি হয়ে যায় লাইনচ্যূত। ঘটনায় মৃত্যু হয়েছে ২৮৮ জনের। আহত ১০০০ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে নিরন্তর কাজ চলছে ফের একবার রেল যোগাযোগ স্বাভাবিক করতে। বুধবার ওই লাইনে ফের চালু হয়েছে করমণ্ডল এক্সপ্রেস। এদিকে, তারই মধ্যে বুধবার উঠে এল ফের এক ট্রেন দুর্ঘটনার খবর। নতুন করে জাজপুরের রেল দুর্ঘটনার খবর ফের একবার আতঙ্ক ছড়িয়েছে।
এদিকে, অসমেও দুর্ঘটনার কবলে একটি মালগাড়ি। সেখানে বুধবার বিকেলে ২০ টি বগি লাইনচ্যূত হয় ট্রেন থেকে। কামাখ্যা-যোগাঘোপা রেলপথে এই বড়সড় দুর্ঘটনা ঘটে যায়। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup