২০২৪ শেষ হতে চলল। দরজায় কড়া নাড়ছে আরও একটা নতুন বছর - ২০২৫। তাকে স্বাগত জানাত ইতিমধ্যেই প্রস্তুতিও শুরু করে দিয়েছেন অনেকে। কিন্তু, গত এক বছরে - ২০২৪ সালটা জুড়ে কী করলেন ভারতীয়রা? সর্বক্ষণ হাতে স্মার্টফোন নিয়ে ঘোরা ডিজিট্যাল ইন্ডিয়ার মানুষজনই বা সারাক্ষণ গুগলে কীসের সন্ধান করলেন? সেসবেরই খতিয়ান প্রকাশ্যে এনেছে গুগল কর্তৃপক্ষ।
গুগলের ২০২৪ সালের তথ্যভাণ্ডার বলছে, ভারতীয়দের সবথেকে বেশি আগ্রহ মূলত দু'টি বিষয়ে। কী সেগুলি? এর প্রথমটি হল ক্রিকেট এবং দ্বিতীয়টি রাজনীতি! সার্চ ইঞ্জিন গুগলের দাবি, তাদের ভার্চুয়াল প্ল্যাটফর্মের হোম পেজে ঢুকে ভারতীয়রা সবথেকে বেশি খোঁজখবর নিয়েছেন - ইন্ডিয়ান প্রেমিয়ার লিগ (আইপিএল), টি২০ বিশ্বকাপ এবং বিজেপি নিয়ে! গত একবছরে এই তিনটি 'কি ওয়ার্ড' সবথেকে বেশি ব্যবহার করেছেন ভারতীয়রা।
গত ১২ মে এবং ১৮ মে ভারতীয়রা গুগল খুলে সবথেকে বেশি সার্চ করেছেন - 'ইন্ডিয়ান প্রেমিয়ার লিগ' সম্পর্কে তথ্য তলাশ করতে। আইপিএল-এর ফাইনাল ম্যাচের সঙ্গে যা সামঞ্জস্যপূর্ণ বলেই মত গুগল কর্তৃপক্ষের। এছাড়াও, ২০২৪ সালে ভারতীয়রা 'টি২০ বিশ্বকাপ' সম্পর্কেও প্রচুর খবরাখবর নিয়েছেন।
ক্রিকেটের পরই ভারতীয়দের সবথেকে বেশি আগ্রহ যে বিষয়ে দেখা গিয়েছে, তা হল - বিজেপি! হ্যাঁ, ২০২৪ সাল জুড়ে ভারতীয়দের গুগল সার্চে কার্যত রাজত্ব করেছে - 'ভারতীয় জনতা পার্টি'। আর এই সার্চ সবথেকে বেশি হয়েছে গত ২ জুন থেকে ৮ জুনের মধ্যে। যা খুবই স্বাভাবিক। কারণ, ওই সময়ের মধ্যেই (৪ জুন, ২০২৪) এবারের সাত দফা লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছিল।
রাজনীতির ক্ষেত্রে ভারতীয়দের আগ্রহ বোঝা যায় গুগল সার্চের ক্ষেত্রে আরও একটি 'কি ওয়ার্ড'-এর বহুল ব্যবহারে। সেটি হল - 'ইলেকশন রেজাল্ট ২০২৪'। যা এই বছরের গুগল সার্চ তালিকার (ভারতের ক্ষেত্রে) চতুর্থ স্থানে রয়েছে।
ভারতীয়রা যে ক্রিকেট ছাড়া অন্যান্য খেলা নিয়েও সমান আগ্রহী, এবার তারও প্রমাণ হাতে পেয়েছে গুগল। কারণ, তাদের সার্চ হিস্ট্রি বলছে, এ বছর অসংখ্য ভারতীয় গুগলে সার্চ করেছেন - প্যারিস অলিম্পিক্স ২০২৪, প্রো কাব্বাডি লিগ এবং ইন্ডিয়ান সুপার লিগ - সম্পর্কে।
ভারতীয়রা শুধুমাত্র খেলা-পাগল বা রাজনীতিতে বুঁদ হয়ে থাকা মানুষই যে নয়, তেমনও ইঙ্গিত পেয়েছে গুগলের সার্চ হিস্ট্রি। তা বলছে, ভারতীয়রা পরিবেশ এবং জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত বিষয়গুলি নিয়েও সমান চিন্তাশীল ও আগ্রহী। সেই কারণেই তো ২০২৪ সাল জুড়ে তারা গুগলে ঢুকে সার্চ করেছে - 'এক্সেসিভ হিট' (অতিরিক্ত গরম)-এর মতো বিষয় নিয়ে!
ভারতে যে গরমের প্রভাব ক্রমশ বাড়ছে, তা ভালোই ঠাওর করেছেন এদেশের বাসিন্দারা। তাই, কী কারণে এমনটা ঘটছে, সেটাও জানার এবং বোঝারও চেষ্টা করেছেন ভারতবাসী।
এছাড়া, যদি বিখ্যাত ব্যক্তিত্বদের কথা বলতে হয়, তাহলে ভারতীয়রা সবথেকে বেশি যাঁদের সম্পর্কে গুগলে সার্চ করেছেন, সেই তালিকায় রয়েছেন সম্প্রতি প্রয়াত শিল্পপতি রতন টাটা। তাঁর প্রয়াণে ভারতীয়রা যে কতটা ব্যথিত হয়েছেন, গুগলের সার্চ হিস্ট্রিই তার প্রমাণ।
এসব সিরিয়াস বিষয়ের পাশাপাশি ভারতীয়দের যে হাস্যকৌতুকের মতো বিষয়গুলিও ভীষণ প্রিয়, তাও জানান দিচ্ছে গুগলের সার্চ হিস্ট্রি। তা বলছে, ভারতীয়দের যেকোনও অজানা বিষয় জানার আগ্রহও অপরিসীম।
যেমন - এবছর ভারতীয়রা বিভিন্ন মিমে জনপ্রিয় কিছু শব্দের অর্থ জানতে চেয়ে গুগলের দ্বারস্থ হয়েছেন। তার মধ্যে রয়েছে - পুকি, দেমুরে এবং মোয়ে মোয়ে!
ভারতীয়দের সিনেমাপ্রেম নিয়ে নতুন করে বলার কিছু নেই। গুগলের তথ্য বলছে, এবছর ভারতবাসী সবথেকে বেশি যে ছবি নিয়ে খোঁজখবর নিয়েছেন, সেটি হল - ব্লকবাস্টার হরর কমিডি মুভি - স্ত্রী-২!
বস্তুত, চলচ্চিত্র সংক্রান্ত সার্চের ক্ষেত্রেও ভারতীয়দের পছন্দের বৈচিত্র ও ব্যাপ্তি তুলে ধরেছে গুগলের সার্চ ইঞ্জিন। কারণ, এবছরের সেই তালিকায় আরও যে সিনেমাগুলি জায়গা করে নিয়েছে, সেগুলি হল - হনু-মান, কাল্কি, টোয়েলভ্থ ফেল ও লাপাতা লেডিস!