গুগলে সাধারণ মানুষ নানা সময়ে নানা কিছু খোঁজেন। কেউ খোঁজেন বেড়ানোর ঠিকানা, কারোর আবার দরকার সন্তানের জন্য ভালো স্কুল। কেউ আবার খোঁজেন ভালো সিনেমার নাম বা ভালো খাবারের খোঁজ চলে।
তবে সার্চ ইঞ্জিনটির 'ইয়ার ইন সার্চ ২০২৪' অনুসারে, ভারতে গুগলে সবচেয়ে বেশি যে ব্যক্তিত্বকে খুঁজেছেন সাধারণ মানুষ তিনি হলেন কুস্তিগীর থেকে রাজনীতিবিদ হওয়া ভিনেশ ফোগাট।
ফোগাট, সতীর্থ অলিম্পিয়ান সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া গত বছর কুস্তিগীরদের নেতৃত্বে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ।
এ বছর প্যারিস অলিম্পিকে তিনি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেও অতিরিক্ত ওজনের কারণে বাউটের আগেই তাকে অযোগ্য ঘোষণা করা হয়। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস তার আপিল খারিজ করে দেয়।
ভারতে ফেরার পর নিজের রাজ্য হরিয়ানায় ভোটের আগে কংগ্রেসে যোগ দেন ভিনেশ। দল ক্ষমতাসীন বিজেপির কাছে হেরে গেলেও তিনি জুলানা আসনে জয়ী হন।
দ্বিতীয় স্থানে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, যিনি জানুয়ারিতে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) করেছিলেন। ১২টি আসন নিয়ে নীতীশের জনতা দল (ইউনাইটেড) বিজেপির একটি গুরুত্বপূর্ণ মিত্র, যারা ২০১৪ সালের পর প্রথমবারের মতো লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।
তৃতীয় স্থানে রয়েছেন লোক জনশক্তি পার্টির (রামবিলাস) প্রধান চিরাগ পাসোয়ান। প্রাক্তন অভিনেতা পাসোয়ান এখন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী।
রোহিত শর্মার কাছ থেকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব ছিনিয়ে নেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তোপের মুখে পড়া হার্দিক পান্ডিয়া চতুর্থ স্থানে রয়েছেন। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের জয়ের শেষ ওভার বল করেছিলেন পান্ডিয়া।
'পাওয়ার স্টার' পবন কল্যাণ সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন। জনসেনা পার্টির প্রধান অন্ধ্রপ্রদেশে এনডিএ সরকারের উপমুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন।
পঞ্চম থেকে দশম স্থানে রয়েছেন শশাঙ্ক সিং (ক্রিকেটার), পুনম পান্ডে (মডেল), রাধিকা মার্চেন্ট (ব্যবসায়ী নেতা), অভিষেক শর্মা (ক্রিকেটার) এবং লক্ষ্য সেন (ব্যাডমিন্টন খেলোয়াড়)।
গুগল ইন্ডিয়ায় সবথেকে বেশি কাকে খোঁজ করেছেন আমজনতা তারই তালিকা সামনে এল এবার। আর কয়েকদিন বাদেই শেষ হবে নতুন বছর। তার আগে সামনে এল সেই তালিকা। প্রথম থেকে দশম পর্যন্ত কারা রয়েছে তালিকায় সেকথা উল্লেখ করা হয়েছে। সেখানে একেবারে প্রথম স্থানে রয়েছেন ভিনেশ ফোগাট।