বাংলা নিউজ > ঘরে বাইরে > The Kashmir Files: ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখতে গেলে সরকারি কর্মীরা পাবেন অর্ধদিবস ছুটি! বড় ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

The Kashmir Files: ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখতে গেলে সরকারি কর্মীরা পাবেন অর্ধদিবস ছুটি! বড় ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

কাশ্মীর ফাইলস দেখতে গেলে অসমের সরকারি কর্মীরা পাবেন অর্ধদিবস ছুটি (ছবি হিমন্ত বিশ্ব শর্মা/টুইটার)

ছুটির জন্য আগাম আবেদন জানাতে হবে না। ঊর্ধ্বতন কর্মকর্তাকে শুধু জানিয়ে দিয়েই মিলবে ছুটি।

দ্য কাশ্মীর ফাইলস সিনেমাটিকে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে কর মুক্ত ঘোষণা করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলির সরকারের সদস্যরা এই সিনেমার প্রশংসা করছেন। খোদ প্রধানমন্ত্রীর গলায় এই সিনেমার প্রশংসা শোনা গিয়েছে। এই আবহে এবার বিজেপি শাসিত অসমে এই সিনেমা নিয়ে বড় ঘোষণা করা হল। অসমের মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়ে দিলেন, যদি কোনও সরকারি কর্মী দ্য কাশ্মীর ফাইলস দেখতে চান, তাহলে সেই কর্মীকে অর্ধদিবস ছুটি দেওয়া হবে। এর জন্য আগাম আবেদন জানাতে হবে না।

টুইট বার্তায় অসমের মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমি এটা ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমাদের সরকারি কর্মীরা দ্য কাশ্মীর ফাইলস দেখার জন্য অর্ধ-দিনের বিশেষ ছুটি পাবেন। তাদের শুধুমাত্র তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে এই বিষয়ে এবং পরের দিন টিকিট জমা দিতে হবে।’

উল্লেখ্য এই সিনেমা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। একদিকে যেখানে বিজেপি নেতা মন্ত্রীরা এই সিনেমার প্রশংসা করছেন, সেখানে বিরোধীদের একাংশ এই সিনেমার বিরুদ্ধে সুর চড়িয়েছে। এই আবহে অসমের প্রভাবসালী সাংসদ বদরুদ্দিন আজমল এই সিনেমা নিয়ে আপত্তি তুলেছেন। বদরুদ্দিন আজমল সিনেমাটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি দ্য কাশ্মীর ফাইলস দেখিনি। কেন্দ্রীয় সরকার, অসম সরকারের এই সিনেমাটা নিষিদ্ধ করা উচিত কারণ এটি সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করবে। বর্তমান ভারতে পরিস্থিতি একই নয়... কাশ্মীরের বাইরেও অনেক ঘটনা ঘটেছে, অসমের নেলির ঘটনাও তাদের মধ্যে অন্তম। কিন্তু সেগুলির উপর কোনও সিনেমা নেই।’

 

 

বন্ধ করুন
Live Score