১৫ বছরের কম বয়সীদের কোভিড টিকাকরণ কবে শুরু হবে? এই বিষয়ে কী ভাবছে কেন্দ্র
1 মিনিটে পড়ুন . Updated: 28 Dec 2021, 12:53 PM IST- ১ জানুয়ারি থেকেই কোউইন অ্যাপের মাধ্যমে কোভিড টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করতে পারবে ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীরা।
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে দেশে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিড টিকাকরণ শুরু হবে নতুন বছরে। আগামী বছরের ৩ জানুয়ারি থেকেই শইশুদের টিকাকরণ শুরু হচ্ছে। তবে এরই মাঝে প্রশ্ন উঠেছে, ১৫ বছরের কম বয়সীদের টিকাকরণ কবে শুরু হবে। এই প্রশ্নের প্রেক্ষিতে হিন্দুস্তান টাইমসকে এক সরকারি আধিকারিক সাফ জানালেন, সরকার আপাতত ১৫ বছরের ছোট কাউকে টিকা দেওয়ার কথা ভাবছে না। ঝুঁকি বুঝে আপাতত শুধুমাত্র ১৫ থেকে ১৮ বছর বয়সীদেরই টিকাকরণ হবে দেশে।
নাম প্রকাশে অনিচ্ছুক সেই আধিকারিক হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আমাদের সিদ্ধান্ত শুধুমাত্র বৈজ্ঞানিক তথ্যের উপর ভিত্তি করে নেওয়া। গবেষণায় দেখা যাচ্ছে যে শিশুরা বিশ্বের কোথাও করোনাভাইরাসের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে না। আমদের প্রাথমিক মত ছিল যে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্যই টিকা দেওয়ার অনুমতি দেওয়া উচিত। কিন্তু বর্তমানে আমরা অনুভব করেছি যে এই তরুণরা (১৫ থেকে ১৮ বছর বয়সী) স্কুল বা কলেজে যাচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে, তাই তারা ভাইরাসের বাহক হতে পারে। এই কারণেই তাদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এদিকে কেন্দ্র জানিয়েছে, ১ জানুয়ারি থেকেই কোউইন অ্যাপের মাধ্যমে কোভিড টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করতে পারবে ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীরা। এই প্রক্রিয়ায় যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে ছাত্রছাত্রীদের স্কুলের পরিচয়পত্রকেও স্বীকৃতি দেওয়া হয়েছে৷ কারণ, নাবালকদের সকলেরই যে আধার কার্ড বা অন্য কোনও পরিচয়পত্র থাকবে, এমনটা নাও হতে পারে৷ সেক্ষেত্রে স্কুলের পরিচয়পত্র দিয়েও কোউইনে নাম নথিভুক্ত করতে পারবে তারা৷