আত্মনির্ভর ভারত গড়ার জন্য ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেটির পরিপ্রক্ষিতে এদিন কিছু বড় সিদ্ধান্ত নেওয়া হল এদিন। পনেরো দফা ঘোষণার মধ্যে বেশ কিছু ছিল প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত। এতে ইপিএফও গ্রাহকদের হাতে অতিরিক্ত ৯২৫০ কোটি থাকবে। দেখে নেওয়া যাক ঘোষণাগুলি।
ছোটো সংস্থাগুলির জন্য আরও তিন মাসের জন্য ইপিএফ-এর টাকা দিয়ে দেবে কেন্দ্র। শুধু একশোর কম কাজ করে যেখানে ও অধিকাংশ লোকের মাইনে মাসে ১৫ হাজারের কম, তাদের জন্য এটা বলবত্ হবে
ছোটো সংস্থাদের জন্য আগে এটা মার্চ থেকে মে অবধি এই টাকা দিয়েছিল কেন্দ্র। এবার জুন থেকে অগস্ট অবধি টাকা দেওয়া হবে।
এতে ৭২ লক্ষ কর্মীরা সুবিধা পাবেন, যারা ৩.৬৭ লক্ষ সংস্থায় কাজ করেন। এতে খরচ হবে প্রায় ২৫০০ কোটি।
বাকি সংস্থাদের জন্য আগামী তিন মাসের জন্য বেসিকের ওপর ১২ শতাংশের জায়গায় ১০ শতাংশ করে টাকা কাটলেই হবে। এটা এমপ্লয়ার্স কনট্রিবিউশব ও এমপ্লয়ি কনট্রিবিউশন-উভয়ের জন্যেই প্রযোজ্য হবে।
এতে অতিরিক্ত ৬৭৫০ কোটি টাকা সংস্থা ও জনতার হাতে থাকবে বলে জানান নির্মলা সীতারামন।
সংস্থাদের হাতে বেশি টাকা থাকবে ও চাকুরীজীবিদের টেক হোম স্যালারি বাড়বে।
এতে উপকৃত হবে ৪.৩ কোটি মানুষ ও ৬.৫ লক্ষ ব্যবসা।