বাংলা নিউজ > ঘরে বাইরে > স্বাস্থ্যবিধি মেনে হটস্পটের বাইরে চালু হচ্ছে সরকারি দফতর, শর্তাধীন ছাড় বাণিজ্যে

স্বাস্থ্যবিধি মেনে হটস্পটের বাইরে চালু হচ্ছে সরকারি দফতর, শর্তাধীন ছাড় বাণিজ্যে

সোমবার থেকে খুলছে দফতর। রবিবার কলকাতা পুরসভা ভবনের বাইরে কীটনাশক ছড়িয়ে স্যানিটেশনের কাজে নিযুক্ত দমকল কর্মী। ছবি: এএফপি। (AFP)

সমস্ত সরকারি দফতরে থার্মাল স্ক্যানার ও স্যানিটাইজার আবশ্যিক করা হয়েছে। সেই সঙ্গে বাধ্যতামূলক করা হয়েছে সামাজিক দূরত্ব বিধি এবং মাস্ক ব্যবহার।

সোমবার থেকে চালু হতে চলেছে দেশের সমস্ত সরকারি দফতর। অধিকাংশ রাজ্যে একাধিক বাণিজ্য ক্ষেত্রে শর্তসাপেক্ষে কাজ চালু করার অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন।

বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা নির্দেশিকায় গ্রামীণ এলাকা ও অর্থনৈতিক এনক্লেভে থাকা বিভিন্ন বাণিজ্য ক্ষেত্রে শর্তসাপেক্ষ কাজ চালু করার অনুমোদন দেওয়া হয়েছে। তবে এই নির্দেশিকা শুধুমাত্র হটস্পট চিহ্নিত তালিকায় অন্তর্ভুক্ত না থাকা অঞ্চলের জন্য বলবৎ হবে।

পশ্চিমবঙ্গ, কর্নাটক, রাজস্থান ও উত্তর প্রদেশে সরকারি দফতরে সমস্ত নিম্ন স্তরের কর্মীকে কাজে যোগ দিতে বলা হয়েছে। বিভিন্ন মন্ত্রক ও তার অধীনে থাকা দফতরের কর্মীদের এক তৃতীয়াংশ রোটেশন পদ্ধতি অনুসারে কাজে যোগ দিতে বলা হয়েছে।

সমস্ত সরকারি দফতরে থার্মাল স্ক্যানার ও স্যানিটাইজার আবশ্যিক করা হয়েছে। সেই সঙ্গে বাধ্যতামূলক করা হয়েছে সামাজিক দূরত্ব বিধি এবং মাস্ক ব্যবহার।

কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদিউরাপ্পা জানিয়েছেন, রাজ্যে দু চাকার যান চলাচলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে আন্তরাজ্য এবং রাজ্য থেকে অন্য রাজ্যে পরিবহণ পরিষেবা বন্ধ থাকছে।

পঞ্জাব সরকারের তরফে মুখ্য সচিব কেশনি আনন্দ অরোরা জানিয়েছেন, ১২০ টির বেশি সংস্থাকে কাজ চালু করার জন্য ৪,০০০ ট্র্যানজিট পারমিট মঞ্জুর করা হয়েছে। হরিয়ানা সরকারের তরফে জানানো হয়েছে, লকডাউন চলাকালীন কোনও রাজ্য সড়কে টোল কর আদায় করা হবে না। পণ্য চলাচল স্বাভাবিক রাখতে ওই সমস্ত সড়কে খোলা রাখা হচ্ছে ফুয়েল স্টেশন, মোটর গ্যারেজ ও রেস্তোরাঁ।

জাতীয় সড়কের কোনও টোল প্লাজা থেকে টোল আদায় করা হবে না বলে জানিয়েছে দিয়েছে কেন্দ্রীয় সড়ক মন্ত্রক।

বেশিরভাগ রাজ্যেই জনসমাবেশের উপরে নিষেধাজ্ঞা বহাল থাকছে। তবে উত্তরাখণ্ড সরকার ৫ জনের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠানে ছাড় দিয়েছে। পশ্চিমবঙ্গে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে মিষ্টির দোকান। যদিও অন্যান্য রাজ্যে শুধুমাত্র টেক আওয়ে বিপণী খোলা থাকছে।

কর্নাটক ও তেলাঙ্গনায় সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে চালু হচ্ছে সমস্ত প্রযুক্তি সংস্থার দফতর।

সমস্ত রাজ্যে নির্মাণকাজ চালুর নির্দেশ দেওয়া হয়েছে। তবে শর্ত হিসেবে শ্রমিকদের নির্মাণস্থানেই বসবাসের ব্যবস্থা করতে বলা হয়েছে কর্তৃপক্ষকে। ঠিকাদারদের বলা হয়েছে, শ্রমিকের অভাব দূর করতে হলে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের কাজে নিয়োগ করতে।



ঘরে বাইরে খবর

Latest News

কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.