বাংলা নিউজ > ঘরে বাইরে > Fake death in Telengana: বিমার ৭ কোটি টাকা পাওয়ার জন্য নিজেকে মৃত ঘোষণা, গ্রেফতার সরকারি কর্মী

Fake death in Telengana: বিমার ৭ কোটি টাকা পাওয়ার জন্য নিজেকে মৃত ঘোষণা, গ্রেফতার সরকারি কর্মী

 গ্রেফতার সরকারি কর্মচারী। প্রতীকী ছবি (প্রতীকী ছবি)

ঋণ মেটানোর জন্য তিনি স্ত্রী এবং আত্মীয়দের সঙ্গে বিমার টাকা তোলার পরিকল্পনা করেন। এরপরেই তারা অন্য এক ব্যক্তিকে হত্যার পরিকল্পনা করেন। সেইমতো তারা একজনকে হত্যা করে। পুলিশ ভেঙ্কটাপুর গ্রামের কাছে একটি অগ্নিদগ্ধ গাড়ি থেকে অজ্ঞাপরিচয় এক ব্যক্তির ভস্মীভূত দেহ উদ্ধার করে। এরপরেই তদন্ত শুরু করে পুলিশ।

বিমার টাকা পাওয়ার জন্য সরকারি এক আধিকারিকের বিরুদ্ধে নিজেকে মৃত ঘোষণা করার অভিযোগ উঠল। এই অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পাশাপাশি তার স্ত্রী এবং দুই আত্মীয়-সহ আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি তেলাঙ্গানার মেদাক জেলার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি তেলাঙ্গানার রাজ্য সচিবালয়ে সহকারী সেকশন অফিসার (এএসও) হিসাবে কর্মরত ছিলেন। তিনি স্টক মার্কেটে ৮৫ লক্ষ টাকার লোকসান করেন। তিনি গত এক বছরে নিজের নামে ৭.৪ কোটি টাকার ২৫ টি বীমা পলিসি কিনেছিলেন। তাই ঋণ মেটানোর জন্য তিনি স্ত্রী এবং আত্মীয়দের সঙ্গে বীমার টাকা তোলার পরিকল্পনা করেন। এরপরেই তারা অন্য এক ব্যক্তিকে হত্যার পরিকল্পনা করেন। সেইমতো তারা একজনকে হত্যা করে। পুলিশ ভেঙ্কটাপুর গ্রামের কাছে একটি অগ্নিদগ্ধ গাড়ি থেকে অজ্ঞাপরিচয় এক ব্যক্তির ভস্মীভূত দেহ উদ্ধার করে। এরপরেই তদন্ত শুরু করে পুলিশ। এদিকে, সরকারি কর্মীর পরিবার তাকে মৃত বলে দাবি করে।

তদন্তে নেমে পুলিশ আসল ঘটনা জানতে পারে। তদন্তকারীরা জানতে পারেন ওই সরকারি কর্ম জীবিত রয়েছেন। তিনি বীমার অর্থ দাবি করার জন্য নিজের মৃত্যুর অভিনয় করেছিলেন। মঙ্গলবার তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। এছাড়া, তার স্ত্রী এবং দুই আত্মীয় সহ ৪ জনকে গ্রেফতার করেছে। তারাও এই ঘটনার সঙ্গে সমানভাবে জড়িত বলে মনে করছে পুলিশ। প্রাথমিকভাবে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন