বাংলা নিউজ > ঘরে বাইরে > 'চোখে ধুলো' দিতেই চালু সরকারি হেল্পলাইন, অভিযোগ কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের

'চোখে ধুলো' দিতেই চালু সরকারি হেল্পলাইন, অভিযোগ কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের

সরকারি হেল্পলাইনের মাধ্যমে সাহায্য পাচ্ছেন না পরিযায়ী শ্রমিকরা (ছবি সৌজন্যে পিটিআই)

পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, সাধারণ মানুষদের চোখে ধুলো দিতেই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে সরকারের তরফে।

করোনা আবহে লকডাউন লাগু হয়েছে বিভিন্ন রাজ্যে। এই তালিকায় রয়েছে দিল্লি, হরিয়ানার মতো রাজ্য। সেখানে পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে সরকারের তরফে। তবে পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, সাধারণ মানুষদের চোখে ধুলো দিতেই এই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

এই বিষয়টি তলিয়ে দেখতে হিন্দুস্তান টাইমস সম্প্রতি কথা বলে গুরুগ্রামের এক গাড়ির কারখানায় কাজ করা শ্রমিকের সঙ্গে। নিজেকে খাতুন বলে পরিচয় দেওয়া সেই মহিলা হিন্দুস্তান টাইমসকে জনান, লকডাউনের আগে পর্যন্ত মাসে ১০ হাজার টাকা আয় ছিল তাঁর। তবে দ্বিতীয় ঢেউয়ের জেরে লাগু হওয়া লকডাউনের জেরে তাঁর চাকরি নেই। যেই মাসে তিনি শেষ কাজ করেছেন কারখানাতে, সেই মাসের মাত্র আর্ধেক বেতন পান তিনি। এই পরিস্থিতিতে নিজের সন্তানদের খাওয়াতে পারছেন না খাতুন। সেই সময় তাৎক্ষণিক ভাবে এক এনজিও তাঁকে সাহায্য করে এবং হরিয়ানার অ্যাসিস্টেন্ট লেবার কমিশনার জয়দীপ যাদবকে ফোন করার পরামর্শ দেয়।

দেশের ২০টি রাজ্যে যে ১০০ জন আধিকারিককে পরিযায়ী সমস্যা দেখার জন্য নিয়োগ করা হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম এই জয়দীপ যাদব। এহেন যাদবকে ফোন করে সাহায্য পাওয়া তো দূরের কথা, উলটে একাধিক প্রশ্নের সম্মুখীন হন খাতুন। যাদব খাতুনের কাছে জানতে চান যে তাঁর নম্বর সে কোথা থেকে পেল। পরে অবশ্য খাতুনকে তাঁর বিশদ জানিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে বলেন যাদব। তবে খাতুনের কাছে স্মার্টফোন নেই। তাই তিনি তাঁর তথ্য পাঠাতে পারেননি যাদবকে। এই প্রসঙ্গে জয়দীপ যাদবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি।

এই প্রসঙ্গে 'স্ট্র্যান্ডেড ওয়ার্কারস অ্যাকশন নেটওয়ার্ক' বা সোয়ান নাম এনজিও-র স্বেচ্ছাসেবক অনিন্দিতা অধিকারী হিন্দুস্তান টাইমসকে বলেন, 'এই হেল্পলাইনগুলো শুধুই মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য। আমরা ২০টি রাজ্যে ৮০ জন কমিশনারকে ফোন করেছি। তবে এদের মধ্যে একজনও ন্যূনতম সাহায্য দিতে পারেননি।'

এদিকে বেঙ্গালুরুর এক টাইলস কারখানায় কাজ করা এক বিহারী পরিযায়ী শ্রমিক প্রকাশ কুমার মিশ্রা বলেন, লকডাউন জারির পরই আমাদের কারখানার মালিক শহর ছাড়েন। কিন্তু যাওয়ার আগে আমাদের বেতন মিটিয়ে দিয়ে যাননি। পরে আমরা লেবার কমিশনে অভিযোগ দায়ের করার হুমকি দিলে আমরা আমাদের বেতন পাই। তবে হুমকিতে কাজে দিলেও আদতে লেবার কমিশন মিশ্রাদের সাহায্য করেনি। প্রকাশ মিশ্রার অভিযোগ, রেশন চেয়ে কমিশনকে ফোন করলেও কোনও সাহায্য পাননি তাঁরা।

যদিও সরকারের তরফে দাবি করা হচ্ছে, ১০ হাজারেরও বেশি পরিযায়ী শ্রমিককে নাকি কমিশনের মাধ্যমে সাহায্য করা হয়েছে। এই বিষয়ে বিশদ তথ্য চাওয়া হলে শ্রম মন্ত্রকের এক আধিকারিক জানান, অনেক শ্রমিককেই সাহায্য করা হয়েছে। তবে কত সংখ্যক শ্রমিকের সমস্যা মেটানো হয়েছে, সেই সংক্রান্ত সঠিক তথ্য নেই। তা পরে দেওয়া হবে। এই বিষয়ে আরটিআই দায়ের করা হলে গত বছরের তথ্য প্রকাশ করে সরকারের তরফে দাবি করা হয়, হেল্পলাইনের মাধ্যমে ২০ লক্ষ শ্রমিককে সাহায্য করা হয়েছে। তবে এবছর নাকি ৪৫০০-র বেশি সমস্যার সমাধান করা হয়নি।

ঘরে বাইরে খবর

Latest News

‘ভাবতেই পারিনি..', পদ্মশ্রী পেয়ে আপ্লুত ভাওয়াইয়া শিল্পী, শোনালের গান শেখার গল্প রাজ্য স্বাস্থ্য দফতর কিনল ২০ লাখ প্যাকেট ‘‌ওআরএস’‌, কেনার হিড়িক বাড়লেও জোগান কম আদানির বিনিয়োগকারীদের নিয়ে SEBI-র রিপোর্টেই মোদীর মিথ্যা ফাঁস হয়েছে: কংগ্রেস জানেন কি আপনার শরীরের সবচেয়ে নোংরা জায়গা কোনটি? জানলে আর যখন তখন হাত দেবেন না ‘সম্ভাজি মহারাজ’ হয়ে বনে-বাদাড়ে ঘুরে বেড়াচ্ছেন ভিকি! ফাঁস ‘ছাবা’র সেটের ছবি আবার সমাবর্তন স্থগিত রাখার সিদ্ধান্ত রাজ্যপালের, চাপে রাজ্য বিশ্ববিদ্যালয় অধীরের প্রচারে তৃণমূলের হামলা, দলের বিরুদ্ধে মুখ খুলে বিস্ফোরক হুমায়ুন কবির EPL Arsenal vs Chelsea FC Live Streaming: কখন ও কোথায় লাইভ ম্যাচ দেখবেন? যদি তখন এরকম করতে পারতাম.... নাইটদের সঙ্গে কাটানো দিনগুলি নিয়ে আক্ষেপ কুলদীপের ২৫৭৫৩ জনের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে SSC

Latest IPL News

যদি তখন এরকম করতে পারতাম.... নাইটদের সঙ্গে কাটানো দিনগুলি নিয়ে আক্ষেপ কুলদীপের IPL 2024 CSK vs LSG: রাহুলের এই সাহসী সিদ্ধান্তই বদলে দিল ম্যাচের রঙ! চুক্তি থেকে বাদ, আইপিএলে শতরানের পর জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন স্টইনিস সারাক্ষণ ধোনি, ধোনি কী! ক্যামেরাম্যান ফোকাস করতেই বোতল ছোড়ার ভয় দেখালেন মাহি চলতি আইপিএলে অভিষেক পোড়েলের খেলাই হত না এবার! দাবি DC-র তারকা অজি ওপেনারের IPL-র ইতিহাসে রান তাড়া করে জয়ের ক্ষেত্রে সর্বোচ্চ রান করার নজির গড়লেন স্টইনিস জাতীয় দল নয়, IPL-এ খেলাকেই বেশি উপভোগ করেন মুস্তাফিজুর রহমান! দাবি সতীর্থদের রাহুল যখন ফ্লাইং ম্যান, CSK-র বিরুদ্ধে সুপার ক্যাচ নিয়ে অবাক করলেন LSG ক্যাপ্টেন LSG-র হাল না ছাড়ার মানসিকতার মধ্যে IPL 2024-এ প্রথমার্ধের সাফল্যের রহস্য লুকিয়ে দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.