স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় এবার সমস্ত কেন্দ্রীয় মন্ত্রককে সাফাই অভিযানে শামিল হওয়ার আহ্বান জানাল কেন্দ্রীয় সরকার। স্বচ্ছতা অভিযানের ক্ষেত্রে মন্ত্রকগুলি কী করছেন তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনসমক্ষে তুলে ধরার কথাও বলা হয়েছে। ক্যাবিনেট সেক্রেটারি রাজীব গৌবা সমস্ত মন্ত্রকের সচিবকে চিঠি লিখে জানিয়েছেন,গোটা বছর ধরে এই স্বচ্ছতা অভিযানের জন্য পরিকল্পনা করতে হবে। স্বচ্ছতা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির জন্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকেও ব্যবহার করা যেতে পারে জানানো হয়েছে চিঠিতে।
এদিকে ২০২২এর ক্যালেন্ডার অনুসারে সমস্ত মন্ত্রক ও বিভাগকে দু সপ্তাহ সময় দেওয়া হয়েছে এই সাফাই কাজ নিয়ে পরিকল্পনা তৈরির জন্য। পাশাপাশি বছরের মধ্যে বিশেষ কিছু দিবস যেমন বিশ্ব পরিবেশ দিবস, আন্তর্জাতিক নারী দিবস, বিশ্ব হেরিটেজ দিবস পালনে সংশ্লিষ্ট মন্ত্রককে বিশেষ উদ্যোগ নিতে হবে।
পাশাপাশি নয়া গাইডলাইনে বলা হয়েছে, জলশক্তি মন্ত্রকের আওতায় স্বচ্ছতা সম্পর্কিত বিষয়ে অ্যাকশন প্ল্য়ানের জন্য ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশনের সঙ্গে যোগাযোগ করার কথাও বলা হয়েছে। MyGov এর সিইও অভিষেক সিং গত ডিসেম্বরেই জানিয়েছিলেন, স্বচ্ছতা অভিযান যথাযথ পালন করা ও সোশ্যাল মিডিয়ায় তা প্রচার করতে হবে।