সংসদের বাজেট অধিবেশনের আগে সরকার এবার সর্বদলীয় মিটিংয়ের ডাক দিল। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের এক্ষেত্রে আহ্বান জানানো হয়েছে। সম্প্রসারিত পার্লামেন্ট হাউসে আগামী ২১শে জুলাই বেলা ১১টায় এই মিটিংয়ের ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই মিটিংয়ের ডাক দিয়েছেন।
তবে সেই মিটিংয়ে উপস্থিত থাকতে পারবে না তৃণমূল। কারণ ওই দিন ধর্মতলায় তাদের সমাবেশ থাকে প্রতিবছর। সেকারণে তৃণমূল নেতৃত্ব সেদিন উপস্থিত থাকতে পারবেন না। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন কিরেন রিজিজুকে জানিয়েছেন যে তাঁর দল এই মিটিংয়ে উপস্থিত থাকতে পারবে না।
তিনি জানিয়েছেন, ৩০ বছর ধরে ২১শে জুলাই আমরা পালন করছি। এই দিনটাকে শহিদ দিবস হিসাবে পালন করি আমরা। ১৯৯৩ সালে পুলিশের গুলিতে বাম আমলে আমাদের ১৩জনের মৃত্যু হয়েছিল। তিনি জানিয়েছেন, ওই দিন তৃণমূলের সমস্ত এমপিরা কলকাতায় হাজির থাকবেন। সেক্ষেত্রে আমাদের দলের কোনও এমপি সেদিন ওই মিটিংয়ে উপস্থিত থাকতে পারবেন না।
এদিকে আগামী ২২শে জুলাই পার্লামেন্টের বর্ষাকালীন সেশন হবে। আগামী ১২ অগস্ট পর্যন্ত এই সেশন চলবে। আর ২৩শে জুলাই বাজেট অধিবেশন হবে।