বাংলা নিউজ > ঘরে বাইরে > দেরি হয়ে গিয়েছে! টিকাকরণের নীতি বদল নিয়ে মোদীকে খোঁচা রাহুল-অধীরদের

দেরি হয়ে গিয়েছে! টিকাকরণের নীতি বদল নিয়ে মোদীকে খোঁচা রাহুল-অধীরদের

রাহুল গান্ধী  (PTI)

টিকাকরণের নীতি বদলের পরই কেন্দ্রীয় সরকার এবং মোদীকে খোঁচা দিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

এদিন রাজ্যের ঘাড়ে 'দোষ' চাপিয়ে টিকাকরণের নীতি বদলের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেই নীতি বদলের পরই কেন্দ্রীয় সরকার এবং মোদীকে খোঁচা দিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এদিন তিনি বলেন, 'সরকার ইতিমধ্যেই দেরি করে ফেলেছে। এই সিদ্ধান্ত তারা নিয়েছে বিচার বিভাগের চাপের মুখে পড়ে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বহু আগেই বিনামূল্যে করোনা টিকা দেওয়ার দাবি জানিয়ে প্রচার শুরু করেছিলেন। দেরি হলেও এখন শুরু হওয়াতে ভালোই হল।'

এদিকে প্রধানমন্ত্রী মোদীর ভাষণের পরই তাঁকে তোপ দাগেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। এক টুইট বার্তায় তিনি লেখেন, 'বিরোধীদের পরামর্শ মেনে নেওয়ার আগে প্রধানমন্ত্রী ভারতবাসীদের এক বড় দাম চুকাতে বাধ্য করেছেন। এর আগেই বিরোধীরা কেন্দ্রীয় ভাবে টিকা কিনে তা বিতরণের দাবি তুলেছিল। আমাদের কাছে পরামর্শ চাইলে আপনি ব্যথা পাবেন না।'

এদিকে মোদীর ঘওষণার পরই রাহুল গান্ধী প্রশ্ন করেন, যদি সবার জন্যে টিকা বিনামূল্যে হবে, তাহলে প্রাইভেট হাসপাতাল কেন এর জন্য কোনও চার্জ নেবে। উল্লেখ্য, টিকাকরণ নিয়ে গত সপ্তাহেই সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছিল কেন্দ্র। তারপরই করোনা ভাইরাসের টিকাকরণ নীতি নিয়ে টনক নড়ল নরেন্দ্র মোদী সরকারের। এই আবহে রাজ্যগুলির ঘাড়ে দোষ চাপিয়ে টিকাকরণের সাফলের অংশটুকু নিজেদের ঝুলিতে রাখেন মোদী।

এই প্রসঙ্গে কেন্দ্রকে তোপ দেগেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। তিনি এই প্রসঙ্গে বলেন, 'আমরা তো আগেই আমাদের রাজ্যের সব বাসিন্দাদের বিনামূল্যে টিকা দেওয়ার কথা ঘোষণা করেছি। কেন্দ্র তো সুপ্রিমকোর্টের ভর্ৎসনার পর জেগে উঠেছে। এখন রাজ্যের উপর দোষ চাপানো ঠইক নয়। সুপ্রিমকোর্ট আগেই বিনামূল্যে টিকা প্রদানের জন্য বলে।'

বন্ধ করুন