চলচ্চিত্রের চারটি বডিকে এক ছাতার তলায় আনা হচ্ছে। বুধবার এব্য়াপারে ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। তথ্যচিত্র তৈরি, চলচ্চিত্র উৎসবের আয়োজন সবটাই এখন দেখভাল করবে ন্যাশানাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন(এনএফডিসি)। মন্ত্রকের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ফিল্ম তৈরির নানা বিষয় দেখাশোনার জন্য় একটি সিঙ্গল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা হচ্ছে। এতে ফিচার ফিল্ম, শিশু চলচ্চিত্র, অ্যানিমেশন চিত্র, আন্তর্জাতিক নানা চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ, দেশে নানা চলচ্চিত্র উৎসবের আয়োজন করা, চলচিত্রের সংরক্ষণ করা সবটাই একটি নির্দিষ্ট জায়গা থেকে হবে।
সেক্ষেত্রে এবার চলচ্চিত্র উৎসবের আয়োজনের বিষয়টিও এনএফডিসির উপরেই থাকছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন জাতীয় ও আন্তর্জারিক ফিল্ম ফেসটিভালের আয়োজনের বিষয়টি এক ছাদের তলায় আনা হচ্ছে। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে আরও ফোকাস করা যাবে। এবার মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, শিশু চলচ্চিত্র উৎসবের আয়োজন করবে এনএফডিসি।
এদিকেচলচ্চিত্র সংরক্ষণ সংক্রান্ত বিষয়টি এতদিন ধরে ন্যাশানাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া পরিচালিত করত। তবে সেই কাজও এবার এনএফডিসিকে করতে হবে। ন্যাশানাল ফিল্ম হেরিটেজ মিশন ফিল্মের ডিজিটাইজেশন ও সংরক্ষণের উদ্যোগ নিত। এবার সেটাও এনএফডিসির মাধ্যমে পরিচালিত হবে। মূলত ন্যাশানাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, চিলড্রেন ফিল্ম সোসাইটি ইন্ডিয়া, ডাইরেক্টরেট অফ ফিল্ম ফেসটিভালস ও ফিল্ম ডিভিশনকে এক ছাতার তলায় আনার বিষয়টি ২০২০ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল। সেটাই কার্যকরী হল এতদিনে।