সাধারণ ডাল-রুটি থেকে দামি মাশরুমের তরকারি। প্রধানমন্ত্রীর রকমারি খাবারের খরচ দেয় কে? তথ্য জানার অধিকার-এর মাধ্যমে এই প্রশ্ন করা হয়।
1/5ব্যালেন্সড, স্বাস্থ্যকর ডায়েট মেনে চলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দামি মাশরুম পছন্দ করা নিয়ে এর আগে বিরোধীরা অনেকেই প্রশ্ন তুলেছেন। সরকারি টাকায় খাওয়াদাওয়া করছেন বলেও কটাক্ষ করতে ছাড়েননি। ছবি- টুইটার (Twitter)
2/5কিন্তু সব কটাক্ষই ধুলোয় মিশিয়ে দিয়েছে এক সাম্প্রতিক আরটিআই। তাতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নিজেই তাঁর খাবারের খরচ বহন করেন। এর জন্য সরকারি বাজেট থেকে একটি টাকাও খরচ হয় না। ছবি- টুইটার (Twitter)
3/5তথ্য জানার অধিকার-এর মাধ্যমে এই প্রশ্ন করা হয়। তার উত্তরে এমনটাই জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব বিনোদ বিহারী সিং আরটিআই-এর জবাব দিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর খাওয়াদাওয়ার জন্য সরকারের এক টাকাও খরচ হয় না। ছবি- টুইটার (Twitter)
5/5অন্যদিকে তাঁর কনভয়ের দায়িত্ব SPG-র হাতে। RTI-তে তাঁর বেতন সংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছিল। কিন্তু, সেই প্রশ্নের উত্তরে, শুধুমাত্র নিয়মের বিষয়েই উল্লেখ করা হয়। নিয়ম অনুযায়ী বেতন ও ইনক্রিমেন্ট পান প্রধানমন্ত্রী। ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই (Twitter)