বাংলাদেশে হিন্দুসহ সমস্ত সংখ্যালঘুদের নিরাপত্ত সুনিশ্চিত করতে পদক্ষেপ করুক ভারত সরকার। এমনই দাবি জানালেন আন্তর্জাতিক কার্যকরী সভাপতি অলোক কুমার। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে হিন্দুদের সম্পত্তি, সম্মান ও প্রাণের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন - নার্সিং প্রবেশিকা পরীক্ষায় ছাত্রীদের গোপনাঙ্গ থেকে উদ্ধার হল মোবাইল ফোন
পড়তে থাকুন - বাংলাদেশে হিন্দু কোতল চলছে, ১ কোটি শরণার্থী নেওয়ার জন্য তৈরি থাকুন: শুভেন্দু
অলোক কুমার বলেন, ‘বাংলাদেশে যে অনিশ্চয়তা ও অরাজকতা চলছে তা ভারতের জন্য উদ্বেগের। এই মুহূর্তে আমাদের বাংলাদেশের জনতার পাশে থাকা উচিত। কিন্তু এই গোটা আন্দোলনে সেখানকার সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দু ও শিখদের বাণিজ্যিক পরিকাঠামো, তাদের ঘর ও পূজা স্থল মন্দির ও গুরুদ্বারে হামলা করে ক্ষয়ক্ষতি করা হয়েছে।’
তাঁর আহ্বান, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের জীবন, সম্মান ও সম্পত্তি সুরক্ষিত নয়। তাই আমি আন্তর্জাতিক মহলের কাছে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে উদ্যোগী হোন। ভারত সরকারের কাছে সেখানকার সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন করেছি। এই অছিলায় যাতে ফের বড়সড় অনুপ্রবেশ না ঘটে সেজন্য সীমান্তকে কঠোরভাবে সিল করা হোক। আমি প্রার্থনা করি বাংলাদেশে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা হোক।’
সোমবার শেখ হাসিনা ঢাকা ছাড়ার পর বাংলাদেশের ২৯টি জেলায় হিন্দুরা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে সেদেশের হিন্দুদের সংগঠন। হিন্দুদের বাড়ি - ঘরে হামলা ছাড়াও মন্দির ও অন্যান্য ধর্মস্থানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। উন্মত্ত ইসলামি মৌলবাদীদের হাতে বেশ কয়েকজন হিন্দুর প্রাণ গিয়েছে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন - বিধানসভায় বেনজির সৌজন্য, বঙ্গভঙ্গের বিরোধিতায় শুভেন্দুর প্রস্তাব মেনে নিলেন মমতা
বাংলাদেশে একাধিক ভারতীয় সংস্থার বিপুল বিনিয়োগ রয়েছে। বিনিয়োগ রয়েছে হিন্দু ও শিখ সম্প্রদায়ের ব্যক্তিদের। সেই সব পরিকাঠামোর ওপরেও হামলা হয়েছে বলে খবর।