দুর্গাপুজোর আগে ইতিমধ্য়েই বাংলাদেশ থেকে এপার বাংলায় এসেছে ইলিশ মাছ। এদিকে বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার রয়েছে। এবার প্রশ্ন এবার কি বাংলাদেশের সরকারি কর্মীরা দুর্গাপুজোর সময় তাদের ছুটি পাবেন? ইতিমধ্য়েই বাংলাদেশে দুর্গাপুজোর সময় অন্তত তিনদিন সরকারি ছুটির দাবি জানিয়েছিলে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এবার কার্যত সেই দাবি মেনে নিচ্ছে সরকার। এবার বাংলাদেশে সরকারি চাকরিরতরা অন্তত তিনদিনের সরকারি ছুটি পাবেন। এক্ষেত্রে সরকারি কর্মীদের মধ্য়ে কিছুটা হলেও খুশির খবর। তবে এর আগে ইনসাফ কায়েমকারি ছাত্র জনতা নামে একটি সংগঠন দুর্গাপুজোর সময় কোনও ছুটি দেওয়া যাবে না বলে দাবি করেছিলেন। তবে আপাতত ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা।
বাংলাদেশে বিজয়া দশমী হবে ১০ অক্টোবর। সেদিন রবিবার বলে স্বাভাবিকভাবেই ছুটি। তার আগে শুক্রবার ও শনিবার দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশে ছুটি থাকবে। পুজোর ছুটি বাংলাদেশে।
বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে রয়েছেন মহম্মদ ইউনুস। তিনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসার পরেই হিন্দু সহ বাংলাদেশের অন্যান্য সংখ্য়ালঘুদের সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন। এমনকী তিনি নিজেও ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এসবের মধ্যেই সেভ হিন্দু স্লোগান তুলে হিন্দু ধর্মাবলম্বী মানুষরা বাংলাদেশে মিছিল বের করেছিলেন। এসবের মধ্যেই এবার অনেকের মধ্যেই আগ্রহ ছিল এবারও কি দুর্গাপুজোর সময় সুরক্ষার অভাব বোধ করবেন হিন্দুরা?
তবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার অবশ্য সংখ্য়ালঘু হিন্দুদের সুরক্ষার ব্যাপারে সবরকম আশ্বাস দিয়েছিল। সেই মতো বাংলাদেশে কতটা সুরক্ষিত হিন্দুরা তা নিয়ে নানা চর্চা রয়েছে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল এবার পুজোয় অন্তত তিনদিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মীরা বাংলাদেশে।
বাংলাদেশের বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুসারে বাংলাদেশের সমস্ত সরকারি, আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত সংস্থায় এই ছুটি মিলবে। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও রয়েছে। যে সমস্ত অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকারের তরফে অত্যাবশ্যকৃ- জরুরী পরিষেবা হিসাবে ঘোষণা করা হয়েছে সেখানে সংশ্লিষ্ট অফিসই সংস্থা, প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনুসারে, জনস্বার্থ কতটা প্রভাবিত হবে সেসব দেখেশুনেই ছুটি ঘোষণা করা হবে।
সব মিলিয়ে এবার বাংলাদেশে কতটা শান্তিপূর্ণভাবে, কতটা নির্বিঘ্নে দুর্গাপুজো হয় সেদিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। তবে এপার বাংলায় ইতিমধ্যেই দুর্গাপুজোর উৎসব শুরু হয়ে গিয়েছে।