বাংলা নিউজ > ঘরে বাইরে > কোভিশিল্ড ও কোভ্যাক্সিন: Regular Market অনুমোদনের সুপারিশ সরকারি বিশেষজ্ঞ কমিটির

কোভিশিল্ড ও কোভ্যাক্সিন: Regular Market অনুমোদনের সুপারিশ সরকারি বিশেষজ্ঞ কমিটির

বর্তমানে আপৎকালীন ব্যবহারের জন্যই ছাড়পত্র দেওয়া আছে কোভ্যাক্সিন ও কোভিশিল্ডকে।   Bloomberg (Bloomberg)

বর্তমানে দুটি ভ্যাকসিনেরই কেবলমাত্র আপৎকালীন ব্যবহারের ছাড়পত্র রয়েছে। 

সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে রেগুলার মার্কেটের অনুমোদনের বা নিয়মিত বাজার অনুমোদনের জন্য সুপারিশ করল সরকারের বিশেষজ্ঞ কমিটি। সংবাদ সংস্থা সূত্রে এই খবর মিলেছে। এক্ষেত্রে আবেদন করেছিল সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ও ভারত বায়োটেক। তারই প্রেক্ষিতে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের সাবজেক্ট এক্সপার্ট কমিটি একাধিক শর্ত সাপেক্ষে আবেদনগুলিকে অনুমোদনের জন্য সুপারিশ করেছে। প্রসঙ্গত কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের রেগুলার মার্কেট অথরাইজেশনের ব্যাপারে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে আগেই আবেদন করেছিল সংস্থাগুলি। এদিকে গত সপ্তাহের মিটিংয়ে দুটি সংস্থার কাছেই বিশেষজ্ঞ কমিটি আরও কিছু তথ্য চেয়েছিল। এরপর সংস্থা  এনিয়ে যাবতীয় তথ্য পেশ করে।

এদিকে সংস্থার তরফে জানানো হয়েছে প্রায় ১০০ কোটি কোভিশিল্ড ভ্য়াকসিন দেশে ও বিদেশে দেওয়া হয়েছে। এটা এই ভ্যাকসিনের যথার্থতার ব্যাপারে যথেষ্ট। জানিয়েছেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ডিরেক্টর প্রকাশ কুমার সিং। এদিকে ভারত বায়োটেকের তরফে আগেই দাবি করা হয়েছিল কোভ্যাক্সিন ডেল্টা ও ওমিক্রন উভয়ের বিরুদ্ধেই লড়তে সক্ষম। হায়দরাবাদের ভারত বায়োটেকের ডিরেক্টের ভি কৃষ্ণ মোহন কোভ্যাক্সিনের  উৎপাদন, প্রি ক্লিনিকাল, ক্লিনিকাল সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দিয়েছিলেন।তবে ২০২১ সালের জানুয়ারি মাসে দুটি ভ্যাকসিনতেই এমার্জেন্সি ব্যবহারের ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছিল। এবার দুটি ভ্যাকসিনই নিয়মিত বাজার অনুমোদনের ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে গেল। 

 

বন্ধ করুন