বাংলা নিউজ > ঘরে বাইরে > 'ছাত্রীদের নোংরা ভিডিয়ো দেখাতেন সরকারি স্কুলের স্যার,' শিক্ষকের নয়া কীর্তি

'ছাত্রীদের নোংরা ভিডিয়ো দেখাতেন সরকারি স্কুলের স্যার,' শিক্ষকের নয়া কীর্তি

অশ্লীল ভিডিয়ো দেখানোর অভিযোগ স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। প্রতীকী ছবি

অভিভাবকরা ওই শিক্ষকের ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভে শামিল হয়েছিলেন। এদিকে অভিভাবকদের দাবি, গত শনিবার স্কুলের ছাত্রছাত্রীরা গোটা বিষয়টি স্কুলের প্রিন্সিপালকে জানিয়েছিলেন। কিন্তু তিনি কথা কানে নিতে চাননি।

অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। চণ্ডীগড়ের পাঁচকুলা পুলিশ এক শিক্ষককে খুঁজছে। সরকারি স্কুলের ওই শিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এসেছে। অভিযোগ তিনি স্কুল চত্বরেই পড়ুয়াদের অশ্লীল ভিডিয়ো দেখাতেন বলে অভিযোগ। জেলা শিক্ষা আধিকারিক তদন্তের নির্দেশ দিয়েছেন এই ঘটনায়।

এদিকে গোটা ঘটনাটি স্কুল কর্তৃপক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করত বলে অভিযোগ। সেই অভিযোগ তুলে স্কুল প্রিন্সিপালের দফতরের বিরুদ্ধে তুমুল প্রতিবাদ জানায় স্কুল ছাত্রীদের অভিভাবকরা।

সূত্রের খবর, ওই অভিযুক্ত শিক্ষকের নাম বন্ত সিং। তিনি রায়পুর রানি টাউনের ওই স্কুলে পঞ্জাবি পড়াতেন। পড়ুয়াদের অভিযোগ ওই শিক্ষক নাকি মোবাইলে অশ্লীল ভিডিয়ো দেখাতেন। আর তার বিনিময়ে চকোলেট অফার করতেন। ইতিমধ্য়েই অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করার চেষ্টা করছে।

এদিকে অভিভাবকরা ওই শিক্ষকের ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভে শামিল হয়েছিলেন। অভিভাবকদের দাবি, গত শনিবার স্কুলের ছাত্রছাত্রীরা গোটা বিষয়টি স্কুলের প্রিন্সিপালকে জানিয়েছিলেন। কিন্তু তিনি কথা কানে নিতে চাননি। এরপরই ওই শিক্ষকের মেয়ে ও স্ত্রী ছাত্রীদের বাড়ি গিয়ে অনুরোধ করেন আপনারা অভিযোগ তুলে নিন।

কিন্তু অভিযোগ তুলতে চাননি অভিভাবকরা। পুলিশ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা শুরু করেছে। এদিকে শিক্ষাদফতরের কানেও গোটা অভিযোগটা গিয়েছে। শিক্ষা দফতরের তরফে আলাদা করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে গোটা ঘটনায় নানা প্রশ্ন উঠছে। কারণ একজন শিক্ষক হলেন শিক্ষা গুরু। তিনিই যদি পড়ুয়াদের নোংরা ভিডিয়ো দেখান তবে কার উপর ভরসা রাখবেন অভিভাবকরা? ক্ষোভে ফুঁসছেন অনেকেই। শিক্ষকের কঠোর শাস্তির দাবি করেছেন তারা।

 

পরবর্তী খবর

Latest News

‘এলেন,ছড়ালেন,চলে গেলেন’, বিতর্কে বাঁকুড়া মিমসের উন্মেষ,পোস্ট মুছেও হিন্দি দিবসে সেলেবরা শেয়ার করলেন তাঁদের প্রিয় লাইন! কথায় কথায় কে কী বলেন ব্যাট ও বলের মধ্যে লাহোর ও করাচির মতো দূরত্ব, তাও আউট, হাস্যকর আম্পায়ারিং পাকে IPL রিটেনশন নিয়ে সাসপেন্স আরও বাড়তে চলেছে, দাবি নয়া রিপোর্টে ‘‌এটা খুব খারাপ লেগেছে’‌, মুখ্যমন্ত্রীর মন্তব্যে দুঃখিত নির্যাতিতার বাবা–মা মুম্বই সিটির বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র মোহনবাগানের, দায় স্বীকার কোচ মোলিনার বাবা নেই, চোখে জল নিয়ে স্মরণসভায় মালাইকা, পাশে প্রাক্তন স্বামী আরবাজ, নেই অর্জুন চোখ মেলানোর সাহস ছিল না! ধোনির ড্রেসিংরুমের কীর্তি ফাঁস একদা সতীর্থের বাবর আজমকে সেঞ্চুরি করতে দিলেন না শাহিন আফ্রিদি! ৭৯ বলে ৭৬ রান করে ফিরলেন সাজঘরে 'মমতা আসতে বাধ্য হন…কিন্তু আশ্চর্যজনকভাবে দেখলাম…', প্রশ্ন জুনিয়র ডাক্তারদের!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.