'রামায়ণ' সম্পর্কীয় প্রশ্নের জবাব দেবে অটোমেটেড সিস্টেম, এমনই কিছু গবেষণাধর্মী প্রস্তাব গিয়েছে কেন্দ্রীয় ফান্ডের জন্য। এই নিয়ে ১৫ টি গবেষণা প্রস্তাব এসেছে কেন্দ্রের কাছে। যা কেন্দ্রের 'ইন্ডিয়ান নলেজ সিস্টেম প্রোগ্রাম' এর আওতায় ১০ লাখ টাকার ফান্ড জিত নিতে এসেছে এই সমস্ত প্রস্তাব। বিভিন্ন প্রস্তাবের মধ্যে ১৫ টি প্রস্তাবকে বাছাই করা হয়েছে। তার মধ্যে প্রতিটি বিজয়ী গবেষণাধর্মী প্রস্তাবই জিতে নেবে ১০ লাখ টাকার ফান্ড আগামী ২ বছরের গবেষণার জন্য।
যে সমস্ত প্রস্তাব গবেষণার জন্য সরকারী ফান্ড পেতে কেন্দ্রের কাছে পেশ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে, মানুষের মধ্যে ধ্রুপদী সঙ্গীতের রাগের প্রভাব, নীতি শাস্ত্র ও আধুনিকতার যোগ, এছাড়াও বাস্তুশাস্ত্র মতে স্থায়ী বাসস্থান ধর্মী একাধিক গবেষণা প্রস্তাব এসেছে কেন্দ্রের কাছে।'ইন্ডিয়ান নলেজ সিস্টেম প্রোগ্রাম' তরফে মনে করা হচ্ছে, এই গবেষণার ফলাফল ভারতের গবেষণাধর্মী সাহিত্যকে আরও উচ্চমানে নিয়ে যাবে। প্রসঙ্গত, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনোলজিক্যাল এডুকেশনের আওতায় 'ইন্ডিয়ান নলেজ সিস্টেম প্রোগ্রাম'কে গড়ে তোলা হয়। এর হাত ধরে অন্তঃবিভাগীয় গবেষণাকে উৎসাহ দেওয়ার লক্ষ্য স্থির হয়েছিল। এদিকে কেন্দ্রীয় সরকারের ফান্ড পেতে সারা দেশ থেকে ১৫৬ টি গবেষণা প্রস্তাব এসেছিল। যার মধ্যে ১৫ টিকে বাছাই করা হয়েছে। এই ১৫ টি গবেষণা ধর্মী প্রস্তাবের মধ্যে যেমন রয়েছে প্রযুক্তি, যোগ, আয়ুর্বেদ, ম্যানেজমেন্ট সহ একাধিক বিষয়।
'রামায়ণ' সম্পর্কীয় প্রশ্নের জবাব দেবে অটোমেটেড সিস্টেম, এমনই কিছু গবেষণাধর্মী প্রস্তাব গিয়েছে কেন্দ্রীয় ফান্ডের জন্য। এই নিয়ে ১৫ টি গবেষণা প্রস্তাব এসেছে কেন্দ্রের কাছে। যা কেন্দ্রের 'ইন্ডিয়ান নলেজ সিস্টেম প্রোগ্রাম' এর আওতায় ১০ লাখ টাকার ফান্ড জিত নিতে এসেছে এই সমস্ত প্রস্তাব। বিভিন্ন প্রস্তাবের মধ্যে ১৫ টি প্রস্তাবকে বাছাই করা হয়েছে। তার মধ্যে প্রতিটি বিজয়ী গবেষণাধর্মী প্রস্তাবই জিতে নেবে ১০ লাখ টাকার ফান্ড আগামী ২ বছরের গবেষণার জন্য।
যে সমস্ত প্রস্তাব গবেষণার জন্য সরকারী ফান্ড পেতে কেন্দ্রের কাছে পেশ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে, মানুষের মধ্যে ধ্রুপদী সঙ্গীতের রাগের প্রভাব, নীতি শাস্ত্র ও আধুনিকতার যোগ, এছাড়াও বাস্তুশাস্ত্র মতে স্থায়ী বাসস্থান ধর্মী একাধিক গবেষণা প্রস্তাব এসেছে কেন্দ্রের কাছে।'ইন্ডিয়ান নলেজ সিস্টেম প্রোগ্রাম' তরফে মনে করা হচ্ছে, এই গবেষণার ফলাফল ভারতের গবেষণাধর্মী সাহিত্যকে আরও উচ্চমানে নিয়ে যাবে। প্রসঙ্গত, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনোলজিক্যাল এডুকেশনের আওতায় 'ইন্ডিয়ান নলেজ সিস্টেম প্রোগ্রাম'কে গড়ে তোলা হয়। এর হাত ধরে অন্তঃবিভাগীয় গবেষণাকে উৎসাহ দেওয়ার লক্ষ্য স্থির হয়েছিল। এদিকে কেন্দ্রীয় সরকারের ফান্ড পেতে সারা দেশ থেকে ১৫৬ টি গবেষণা প্রস্তাব এসেছিল। যার মধ্যে ১৫ টিকে বাছাই করা হয়েছে। এই ১৫ টি গবেষণা ধর্মী প্রস্তাবের মধ্যে যেমন রয়েছে প্রযুক্তি, যোগ, আয়ুর্বেদ, ম্যানেজমেন্ট সহ একাধিক বিষয়।
|#+|
এআইসিটিসির চেয়ারম্যান অনিল সহস্রবুধে জানিয়েছেন, এই উদ্যোগের হাত ধরে বিভিন্ন বিষয়ের গবেষকদের এক উদ্ভাবনীর সুযোগ দেওয়া হচ্ছে 'ইন্ডিয়ান নলেজ সিস্টেম প্রোগ্রাম'-এর হাত ধরে। উল্লেখ্য, ১৫ টি বাছাই করা গবেষণা প্রস্তাবের মধ্যে ১১ টিই এল আইআইটিগুলি থেকে। এরমধ্যে কানপুর, মুম্বই, রুরকি, ধারওয়াদ আইইটি সহ রয়েছে বিএইচইউ ও হায়দরাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠান। আপাতত এই গবেষণা প্রজেক্ট নিয়ে রীতিমতো উৎসাহিত গবেষকরা।