বাংলা নিউজ > ঘরে বাইরে > পয়লা মার্চ থেকে ৫০ উর্ধ্বদের করোনা টিকাকরণ, রাজ্যদের নির্দেশ কেন্দ্রের

পয়লা মার্চ থেকে ৫০ উর্ধ্বদের করোনা টিকাকরণ, রাজ্যদের নির্দেশ কেন্দ্রের

কলকাতায় চলছে টিকাকরণ। ছবি সৌজন্য : পিটিআই (PTI)

এই বিষয়ে সমস্ত রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।

স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৯৯ জন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে একটি নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, স্বাস্থ্য–কর্মীদের আগে টিকাকরণ করতে হবে। তারপর পরিকল্পনা ও পরিকাঠামো তৈরি করে ৫০ ও তার উর্দ্ধের মানুষজনকে টিকাকরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে সমস্ত রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।

ইতিমধ্যেই লকডাউনই জারি করা হল মহারাষ্ট্রের অমরাবতীতে। সোমবার বিকেল থেকে জারি করা হবে লকডাউন, এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী যশোমতী ঠাকুর। এই পরিস্থিতিতে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, কমিউনিটি হেলথ সেন্টার, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মেডিকেল কলেজ এবং হাসপাতাল সর্বত্র বয়স্ক নাগরিকদের ১ মার্চ থেকে টিকাকরণের ব্যবস্থা করতে হবে। দেশজুড়ে সর্বত্র এই উদ্যোগ নিতে বলা হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের চিঠি সূত্রে খবর, টিকাকরণের স্ট্র‌্যাটেজি তৈরি করে বয়স্ক নাগরিক এবং কো–মর্বিডি থাকা মানুষকে তাঁদের টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। মার্চ মাস থেকেই তা শুরু করে দিতে হবে। জাতির স্বার্থে সবাইকে অনুরোধ করা হচ্ছে এই কাজ দ্রুত বাস্তবায়িত করতে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি চিঠিতে উল্লেখ করেন, একাধিক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, কেরল–মহারাষ্ট্রে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তারপরই এমন চিঠি লিখেছেন দেশের স্বাস্থ্য সচিব বলে মনে করা হচ্ছে।

ঘরে বাইরে খবর

Latest News

মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.