দুঁদে বিনিয়োগ বিশেষজ্ঞ দাবি করেছেন, গৌতম আদানির সংগঠন দীর্ঘমেয়াদী বৃদ্ধি পেতে পারে। তাঁর সংস্থা বৃহস্পতিবার আদানি গ্রুপ-সমর্থিত চারটি কোম্পানিতে ২%-৪% শেয়ার কিনেছে। Jefferies এই ট্রেডিংয়ের এজেন্ট হিসেবে কাজ করেছে।
1/5আদানি গ্রুপ-সমর্থিত চারটি স্টকে ১৫,৪৪৬ কোটি টাকার ব্লক চুক্তি করল GQG পার্টনার্স। এক লপ্তে কোনও সংস্থার ৫ লক্ষের বেশি শেয়ার বা মোট শেয়ার লেনদেনের মূল্য ৫ কোটি টাকার বেশি হলে সেক্ষেত্রে তাকে ব্লক ডিল/চুক্তি বলা হয়। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5নয়া ডিলের জেরে প্রচারের আলোয় এসে গিয়েছেন GQG পার্টনার্সের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান রাজীব জৈন। অনেকেই মনে করছেন, আদানির শনির দশায় বৃহস্পতি ফেরাতে পারেন এই রাজীবই। সংকটে জর্জরিত আদানিতে আস্থা ফিরিয়ে আনবে তাঁর এই মেগা চুক্তি। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
3/5মার্কিন যুক্তরাষ্ট্রে রাজীবের পোর্টফোলিও ম্যানেজার হিসেবে কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে। এরপর ২০১৬ সালে GQG পার্টনার্সের সূচনা করেন। ফাইল ছবি: মিন্ট (Reuters)
4/5দুঁদে বিনিয়োগ বিশেষজ্ঞ দাবি করেছেন, গৌতম আদানির সংগঠন দীর্ঘমেয়াদী বৃদ্ধি পেতে পারে। তাঁর সংস্থা বৃহস্পতিবার আদানি গ্রুপ-সমর্থিত চারটি কোম্পানিতে ২%-৪% শেয়ার কিনেছে। Jefferies এই ট্রেডিংয়ের এজেন্ট হিসেবে কাজ করেছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
5/5গত ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিপোর্টের পর থেকে ক্রমেই পড়েছে আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ার দর। এমতাবস্থায় GQG-র মতো বড় কোম্পানির আশীর্বাদে আদানি গোষ্ঠীর উপর বিনিয়োগকারীদের ভরসা ফেরে কিনা, এখন সেটাই দেখার। ফাইল ছবি: এপি (Reuters)