বাংলা নিউজ > ঘরে বাইরে > ভারতে প্রথম ‘‌শস্য এটিএম’‌ গড়ে উঠল ওড়িশায়, চাল–গম মুহূর্তেই মিলবে মানুষের হাতে

ভারতে প্রথম ‘‌শস্য এটিএম’‌ গড়ে উঠল ওড়িশায়, চাল–গম মুহূর্তেই মিলবে মানুষের হাতে

শস্য এটিএম

অনেক রেশন ডিলার চাল–গম দিতে দেরি করেন। বাড়িতে রেশন পৌঁছয় দেরি করে। এই সমস্যা কাটাতে এবার শস্য এটিএম গড়ে তোলা হয়েছে। এই বিষয়টি নিয়ে ওড়িশার খাদ্যমন্ত্রী ক্রুশনা চন্দ্র পাত্র সাংবাদিকদের বলেন, ‘‌আজ একটা ঐতিহাসিক দিন। মানুষ মেশিন থেকে সহজে চাল সংগ্রহ করে বাড়িতে নিয়ে যেতে পারবেন। এটার ব্যবহার খুব সহজ।

ভারতে প্রথম এবার ‘‌শস্য এটিএম’‌ গড়ে তোলা হল। এই এটিএম থেকে ২৪ ঘণ্টা চাল, গম পাওয়া যাবে। যা একটা যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। কারণ এতদিন জানা ছিল, এটিএম থেকে টাকা তোলা হয়। কিন্তু এবার টাকা নয়, শস্য তোলার ব্যবস্থা করা হয়েছে এটিএম থেকে। বৃহস্পতিবার এই ‘‌শস্য এটিএম’‌–এর উদ্বোধন করা হয় ওড়িশার ভুবনেশ্বরে। আপাতত এখানে এটা হলেও ধীরে ধীরে দেশের নানা প্রান্তে তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করতে পারে কেন্দ্রীয় সরকার। ওড়িশায় এখন বিজেপি সরকার। সেক্ষেত্রে এই উদ্যোগ বেশ তাৎপর্যপূর্ণ।

এদিকে এই ‘‌শস্য এটিএম’‌–এর নাম দেওয়া হয়েছে ‘‌অন্নপূর্তি গ্রেইন এটিএম’‌। ওড়িশার খাদ্যমন্ত্রী ক্রুশনা চন্দ্র পাত্র এই ‘‌শস্য এটিএম’‌–এর উদ্বোধন করেন। তাঁর সঙ্গে ছিলেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর নোজোমি হাশিমোটো। রাজ্যের পুষ্টি সুরক্ষার স্বার্থে সাতদিন ২৪ ঘণ্টা এই শস্য এটিএম থেকে চাল এবং গম মিলবে। তবে তার কিছু নিয়ম অবশ্যই আছে। মানুষের মুখে খাদ্য তুলে দিতেই এই শস্য এটিএম গড়ে তোলা হয়েছে। এতে রাজ্যে বহু গরিব মানুষের উপকার হবে বলে মনে করা হচ্ছে। তবে এটা দেখে অন্যান্য রাজ্যও শস্য এটিএম তাঁদের রাজ্যে নিয়ে আসতে পারেন।

আরও পড়ুন:‌ গান স্যালুট থেকে সরকারি ব্যবস্থাপনায় ‘‌না’‌ জানাল আলিমুদ্দিন, বাংলায় এলেন কারাত

অন্যদিকে অনেক সময় রেশন ডিলার চাল–গম দিতে দেরি করেন। বাড়িতে রেশন পৌঁছয় দেরি করে। এই সমস্যা কাটাতে এবার শস্য এটিএম গড়ে তোলা হয়েছে। এই বিষয়টি নিয়ে ওড়িশার খাদ্যমন্ত্রী ক্রুশনা চন্দ্র পাত্র সাংবাদিকদের বলেন, ‘‌আজ একটা ঐতিহাসিক দিন। মানুষ মেশিন থেকে সহজে চাল সংগ্রহ করে বাড়িতে নিয়ে যেতে পারবেন। আর এটার ব্যবহারও খুব সহজ। এই শস্য এটিএম রাজ্যের সব জেলায় গড়ে তোলা হবে।’‌ রাজ্যের সব জেলায় এই এটিএম গড়ে তোলা হলে প্রত্যেক মানুষের তা উপকারে আসবে।

এছাড়া একটি প্রশ্ন উঠতে শুরু করেছে। সেটি হল—কেমন করে শস্য এটিএম থেকে চাল–গম সংগ্রহ করা যাবে?‌ ওড়িশা সরকার সূত্রে খবর, এই এটিএম ব্যববার করা অত্যন্ত সহজ। উপভোক্তা এই মেশিনের সামনে এসে নিজের আধার কার্ড নম্বর অথবা রেশন কার্ড নম্বর দিলেই বায়োমেট্রিক অথেন্টিকেশন চাইবে। তখন নিজের আঙুল ওই জায়গায় দিয়ে দিতে হবে। আর অথেন্টিকেশন মিলে গেলেই বেরিয়ে আসবে চাল–গম। ৫ মিনিটের মধ্যে শস্য বেরিয়ে আসবে বলে খবর। এই মেশিন থেকে একসঙ্গে ৫০ কিলো শস্য বের হতে পারে। আর তাতে সময়ও লাগবে কম। মানুষ এই শস্য সংগ্রহ করে উপকৃত হবেন।

পরবর্তী খবর

Latest News

২০২৫ সালে প্রথম চন্দ্রগ্রহণ কবে? কয়টি গ্রহণ রয়েছে আগামী বছর ! দেখে নিন তারিখ বাংলাদেশ সিরিজেই ৩টি বিরাট নজির গড়তে পারেন যশস্বী, ভাঙতে পারেন রাহানেদের রেকর্ড ধনু,মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ কারা লাকি? রইল ১৮ সেপ্টেম্বরের রাশিফল সিংহ,কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ লাকি কারা? ১৮ সেপ্টেম্বরের রাশিফল রইল ভরা পূর্ণিমায় ২০২৪ সালের শেষ চন্দ্রগ্রহণ! ১৮ সেপ্টেম্বর গ্রহণ শুরুর সময় কখন? মেষ, বৃষ, মিথুন, কর্কটের ভাগ্যে আজ কী রয়েছে? দেখে নিন ১৮ সেপ্টেম্বরের রাশিফল চলবে কর্মবিরতি! রাত দেড়টায় ঘোষণা জুনিয়র ডাক্তারদের, ফের মমতার সঙ্গে বৈঠক চান মুখ্যমন্ত্রী আগে ঠিক কাজটা করলে আমার কোল খালি হত না, কেঁদে ফেললেন নির্যাতিতার মা চুক্তি লাগু নিয়ে দিল্লিতে মিটিং, যোগ দেবে তিপ্রা মোথা, দিন ঠিক হল সুনীতার স্বামী মাইকেল হিন্দু ধর্মে বিশ্বাসী! কেমন ছিল দুজনের প্রেমের গল্প

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.