ঝাড়খণ্ডে পাকুরে একটি নির্বাচনী সভায় গিয়ে অযোধ্যায় রাম মন্দির কবের মধ্যে হবে, তা জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিজেপি সভাপতি বলেন যে চার মাসের মধ্য সুবিশাল রাম মন্দির তৈরী হবে অযোধ্যায়। কেন কপিল সিবাল অযোধ্যা মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গিয়েছিলেন, সেই প্রশ্নও তোলেন তিনি। কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট সর্বসম্মতিক্রমে অযোধ্যায় রাম মন্দির হতে পারে, এই রায় দেয়। সেই রায়ের উল্লেখ করে অমিত শাহ বলেন যে চার মাসের মধ্যেই বৃহত্ রাম মন্দির তৈরী হবে অযোধ্যায়। কংগ্রেসকে মিরজাফর
বলে উল্লেখ করে অমিত শাহ বৃটিশদের বিরুদ্ধে লড়াই করা সাঁওতালদের প্রতি নিজের শ্রদ্ধাজ্ঞাপন করেন।
নাম না করে হেমন্ত সোরনকেও এদিন আক্রমণ করেন অমিত শাহ। তিনি বলেন যে হেমন্তের শিবু সোরেনকে জিজ্ঞেস করা উচিত যে কারা ছিল ঝাড়খণ্ড রাজ্য গঠনের বিরুদ্ধে। কাদের হাতে গুলি, লাঠি খেয়েছে আদিবাসীরা, সেটা হেমন্তের স্মরণ করা উচিত, বলে জানান শাহ। রাহুল গান্ধীকে আক্রমণ করে শাহ বলেন যে কংগ্রেস নেতা ইতালির রোদচশমা পরে আছেন, তাই কোনও উন্নয়ন তিনি দেখতে পাচ্ছেন না। কেন হেমন্ত সোরেনের সময় মাওবাদীরা জমি তৈরী করেছিল, সেই প্রশ্নও করেন তিনি। এদিন তফশিলি জাতি-উপজাতির কোটা না কমিয়ে ওবিসিদের সংরক্ষণের শতাংশ বাড়ানোর প্রতিশ্রুতি দেন অমিত শাহ।
কেন বারবার দেশের নিরাপত্তার বিষয়টি তিনি ঝাড়খণ্ডে উত্থাপন করছেন, এই সংক্রান্ত বিরোধীদের প্রশ্নেরও জবাব দেন তিনি। তাঁর কথায় সেনা, বিএসএফ, সিআরপিএফ সহ সব জায়গায় ঝাড়খণ্ডীরা কাজ করছেন।