এক প্রাক্তন আইএএস অফিসার অনিল তুতেজা। তাঁকে ইডি সারারাত ধরে জেরা করেছে বলে খবর। এরপর ভোর ৪টের সময় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছিল ইডি। ছত্তিশগড় আবগারি কেলেঙ্কারিকে তাঁকে ইডি গ্রেফতার করে। তবে এবার সুপ্রিম কোর্ট তদন্তকারীদের এই ভূমিকাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছে।
বিচারপতি অভয় এস ওকা ও অগাস্টিন জর্জ মাসিহ জানিয়েছেন, এজেন্সির আধিকারিকরা তাঁর সঙ্গে যে দুর্ব্যবহার করেছেন সেটা অবশ্য় তাঁর গ্রেফতারির খারিজ হওয়ার ক্ষেত্রে কোনও কারণ হতে পারে না। কোর্ট অনুমতি দিয়েছে যাতে তিনি গ্রেফতারির বিরুদ্ধে আবেদন তুলে নিতে পারেন ও ট্রায়াল কোর্টে জামিনের জন্য় আবেদন করতে পারেন।
কোর্ট তার অর্ডারে বলেছে, একটা ডিসটার্বিং ফিচার এই মামলার। আবেদনকারী ২০শে এপ্রিল ২০২৪ রায়পুরের এসিবি অফিসে সাড়ে চারটে নাগাদ বসেছিলেন। প্রথমত ইডি অফিসে আসার জন্য দুপুর ১২টা নাগাদ তাঁকে সমন দেওয়া হয়েছিল। এরপর তিনি যখন এসিবি অফিসে বসে রয়েছেন তখন অপর সমন। তখন বলা হয় সাড়ে ৫টায় আসতে। এরপর ভ্যানে করে ইডি অফিসে। এরপর সারারাত ধরে জেরা। এরপর ভোর চারটের সময় গ্রেফতারি দেখানো হল।
তুতেজার সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি জানিয়েছেন, তিনদিন পর ইডি একটি নতুন ইসিআইআর দাখিল করে। একই বিষয়ের উপর। তুতেজার গ্রেফতারি বেআইনি। এত তাড়াহুড়োর দরকার ছিল না। এসভি রাজু অ্যাডিশনাল সলিসিটর জেনারেল জেনারেল জানিয়েছেন, এই ধরনের ঘটনা যাতে না হয় সেটার দেখা হবে ও ইডি এনিয়ে আধিকারিকদের অর্ডার ইস্যু করেছে।