Zepto: কৈবল্যকে চেনেন? গ্রসারি বেচে ১৯ বছর বয়সেই ৪,০০০ কোটি টাকার মালিক
Updated: 22 Sep 2022, 10:57 PM ISTZepto: ২০২০ সালে মুম্বইয়ে Zepto-র পথ চলা শুরু। আদি... more
Zepto: ২০২০ সালে মুম্বইয়ে Zepto-র পথ চলা শুরু। আদিত পালিচা এবং কৈবল্য বোহরা- দুই বন্ধু মিলে এই ব্যবসা শুরু করেন। লকডাউনের সময় মুদিখানার দোকান বন্ধ ছিল। সেই ফাঁকটা পূরণ করার ভাবনা। সেই থেকেই জেপ্টোর গোড়াপত্তন।
পরবর্তী ফটো গ্যালারি