বাংলা নিউজ > ঘরে বাইরে > তিন লাখ, হিরেতেও খুশি নয়, বিয়েতে বসে আরও পণ দাবি, পিটুনি পাত্রকে

তিন লাখ, হিরেতেও খুশি নয়, বিয়েতে বসে আরও পণ দাবি, পিটুনি পাত্রকে

ছবি : টুইটার (Twitter)

মেজাজ হারিয়ে সেখানেই পাত্রকে পিটুনি দিল পাত্রীপক্ষ। পুরোটাই ধরা পড়েছে ভিডিয়োয়।

যতই থাকুক, আরও চাই। তিন লক্ষ টাকা, হিরের গহনাও যথেষ্ট নয়। বিয়ে করতে বসে আরও পণের দাবি করল পাত্র। মেজাজ হারিয়ে সেখানেই পাত্রকে পিটুনি দিল পাত্রীপক্ষ। পুরোটাই ধরা পড়েছে ভিডিয়োয়।

ঘটনাটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের শাহিবাবাদ এলাকার। আয়োজন দেখেই মনে হচ্ছে বেশ উচ্চবিত্তদের বিয়ের আসর। ভিডিয়োয় দেখা যাচ্ছে ভীতসন্ত্রস্ত পাত্রকে জড়িয়ে এক মহিলা। সম্ভবত তিনি পাত্রের কোনও আত্মীয়। আর তাঁকে ঘিরে টানা-হেঁচড়া চালাচ্ছেন কনে পক্ষের সদস্যরা।

পাত্রী পক্ষের অভিযোগ, এর আগে ১০ লক্ষ টাকা চেয়েছিল পাত্রের বাবা। ৩ লক্ষ টাকা ও হিরের গহনা দিয়েছিলেন পাত্রীর পরিবার। কিন্তু তাতেও সন্তুষ্ট হয়নি পাত্রপক্ষ। বাকি ৭ লক্ষ টাকা না দিলে বিয়ে হবে না, মন্ডপে বসে হুমকি দেয় পাত্র ও তার পরিবার।

তাতেই মেজাজ হারান পাত্রীর পরিবার। তখনই সকলে মিলে মারমুখী হয়ে যান।

দেখুন সেই ভিডিয়ো :

 

অনেকেই পাত্রীপক্ষেপ প্রতিবাদী মানসিকতার প্রশংসা করেছেন। আবার অনেকে প্রথমেই পণের দাবিতে আপত্তি করা হল না কেন, তাই নিয়েও প্রশ্ন তুলছেন।

বন্ধ করুন