বিয়ের আনন্দে মেতে উঠেছিল দুই পরিবার এবং তাদের আত্মীয়-স্বজনরা। কিন্তু, মুহূর্তের মধ্যে সেই আনন্দ বদলে গেল বিষাদে। ঘোড়ার পিঠে বসে থাকার সময় আচমকা অচেতন হয়ে পড়লেন বর। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মধ্যপ্রদেশের শেওপুর জেলায়। এদিকে, বরের মৃত্যুর খবর শুনে অজ্ঞান হয়ে পড়েন কনে। এমন ঘটনায় শোকের ছায়া নামে দুই পরিবারে।
আরও পড়ুন: একইদিনে অশোকা বিশ্ববিদ্যালয় থেকে ২ পড়ুয়ার মৃতদেহ উদ্ধার, ঘনাচ্ছে রহস্য
জানা গিয়েছে, বরের নাম প্রদীপ জাট। তিনি কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার প্রাক্তন জেলা সভাপতি। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। ঘটনার দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। তাতে দেখা যাচ্ছে যে, ঘোড়ার পিঠে চড়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করছেন বর। তার সঙ্গে অনেক লোক রয়েছেন। সেই সময় ঘোড়ার পিঠের ওপরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বর এবং ধীরে ধীরে পড়ে যেতে শুরু করেন। তা দেখে পাশে থাকা একজন ব্যক্তি প্রদীপকে ঘোড়া থেকে পড়ে যাওয়ার আগেই ধরে ফেলেন। এরপর অন্যরা সেখানে ছুটে যান।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাত ১১টার দিকে প্রদীপ বরযাত্রীর সঙ্গে কনের বাড়িতে পৌঁছন। তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের পর তিনি ঘোড়া থেকে নেমে ডিজের তালে নাচতে শুরু করেন। কিছুক্ষণ পর তিনি আবার ঘোড়ায় চড়েন। তারপরে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বরের। শনিবার প্রদীপের শেষকৃত্য সম্পন্ন হয়।
তথ্য অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানস্থলে প্রবেশের কিছুক্ষণ আগে প্রদীপ ঘোড়া থেকে নেমে নাচতে শুরু করেন। তারফলে তিনি ক্লান্ত হয়ে যান। সেই কারণেই এমন ঘটনা বলে মনে করা হচ্ছে। সেখানে থাকা লোকজন প্রথমে বরকে ঘোড়া থেকে নামিয়ে সিপিআর দেন। কিন্তু, বাঁচানো সম্ভব হয়নি। বরের মৃত্যুর খবর শুনে কনে অজ্ঞান হয়ে যান। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে দুই পরিবারে। উল্লেখ্য, দিন কয়েক আগে মধ্যপ্রদেশের বিদিশা জেলায় এক তরুণীর মৃত্যু হয়েছিল। বিয়ের অনুষ্ঠানে মঞ্চে নাচে মেতে উঠেছিলেন তিনি। সেই সময় আচমকা তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনিও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন।