বাংলা নিউজ > ঘরে বাইরে > GST Fine and Rule: GST-র নিময়ে আসতে পারে বড় বদল, কমবে জরিমানা থেকে শাস্তি!

GST Fine and Rule: GST-র নিময়ে আসতে পারে বড় বদল, কমবে জরিমানা থেকে শাস্তি!

ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস

যে ব্যবসায় বার্ষিক লেনদেনের পরিমাণ ২০ লক্ষ টাকার বেশি, তাদের অবশ্যই জিএসটি দিতে হয়। অবশ্য উত্তর-পূর্বের কিছু রাজ্য এবং বিশেষ ক্যাটাগরির কিছু রাজ্যের জন্য এই সীমা ১০ লক্ষ টাকা।

জিএসটি-র নিয়মের অধীনে থাকা কিছু অপরাধকে শিথিল করার ভাবনা চিন্তা করছে কেন্দ্রীয় সরকার। এই চিন্তাভাবনা কার্যকর করা হলে কিছু কিছু ‘দোষ’ আর অপরাধ বলে গণ্য হবে না। তাছাড়া কিছু ক্ষেত্রে জরিমানার কম্পাউন্ট হারও কমানোর কথা ভাবছে কেন্দ্র।

প্রসঙ্গত, যে ব্যবসায় বার্ষিক লেনদেনের পরিমাণ ২০ লক্ষ টাকার বেশি, তাদের অবশ্যই জিএসটি দিতে হয়। অবশ্য উত্তর-পূর্বের কিছু রাজ্য এবং বিশেষ ক্যাটাগরির কিছু রাজ্যের জন্য এই সীমা ১০ লক্ষ টাকা। আন্তঃরাজ্য বাণিজ্যে যুক্ত ব্যবসায়িক সংস্থাগুলি এই সীমার আওতায় না পড়লেও জিএসটি দিতে দায়বদ্ধ। বর্তমানে আইন অনুযায়ী, পণ্য ও পরিষেবা কর ফাঁকির পরিমাণ বা ইনপুট ট্যাক্স ক্রেডিটের কারচুপির পরিমাণ যদি ৫ কোটি টাকার বেশি হয়, সে ক্ষেত্রে অপরাধীর বিরুদ্ধে বিচার শুরু করা যাবে।

এই আবহে এক অনুষ্ঠানে অর্থ মন্ত্রকের অতিরিক্ত সচিব (রাজস্ব) বিবেক আগরওয়াল বলেন, ‘আমরা করদাতাদের জন্য জিএসটি আইন আরও সহজ এবং বন্ধুত্বপূর্ণ করার জন্য বিধান তৈরির কাজ করছি। আমাদের সিজিএসটি আইনের অধীনে ১৩২ ধারা অনুযায়ী, জিএসটি ফাঁকির জন্য অবৈধ ঋণকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই ক্ষেত্রে টাকার পরিমাণ (মামলা শুরু করার জন্য) পুনর্বিবেচনা করা হচ্ছে।’

তিনি আরও জানান, জিএসটি-র জরিমানা বাবদ চক্রবৃদ্ধি চার্জও কম করা হবে। এর ফলে করদাতারা মামলায় না জড়িয়ে তাদের জরিমানা দিতে উৎসাহিত হবে৷ উল্লেখ্য, জিএসটি আইনের অধীনে, জিএসটি ফাঁকির ক্ষেত্রে জরিমানা চক্রবৃদ্ধি হারে বকেয়া করের পরিমাণের ন্যূনতম ৫০ শতাংশ বা ১০ হাজার টাকা নাহলে সর্বোচ্চ ১৫০ শতাংশ বা ৩০ হাজার টাকা (যেটা বেশি হবে) দিতে হবে। তবে এই হার সংশোধন করা নিয়ে চিন্তাভাবনা করছে সরকার।

বন্ধ করুন