বাংলা নিউজ > ঘরে বাইরে > Liquor gift in marriage fuction: বিয়েবাড়িতে অতিথিদের দেওয়া হল মদের বোতল! ‘রিটার্ন গিফট’-র তুমুল সমালোচনা BJP-র

Liquor gift in marriage fuction: বিয়েবাড়িতে অতিথিদের দেওয়া হল মদের বোতল! ‘রিটার্ন গিফট’-র তুমুল সমালোচনা BJP-র

বিয়েবাড়িতে অতিথিদের দেওয়া হল মদের বোতল! (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)

'রিটার্ন গিফট' হিসেবে বিয়েবাড়িতে মিলল মদের বোতল। যে ঘটনায় অনেকে হতবাক হয়ে গেলেও কেউ কেউ আবার বিনামূল্যে মদের বোতল পাওয়ার সুযোগ ছাড়েননি। বরং মদের বোতল পেয়ে তাঁদের মুখে হাসি ফুটেছে। তবে সেই ঘটনায় তুমুল বিতর্ক শুরু হয়েছে।

বিয়েবাড়িতে গিয়ে 'রিটার্ন গিফট' হিসেবে মিলল মদের বোতল। যে ঘটনায় অনেকে হতবাক হয়ে গেলেও কেউ কেউ আবার বিনামূল্যে মদের বোতল পাওয়ার সুযোগ ছাড়েননি। বরং মদের বোতল পেয়ে তাঁদের মুখে হাসি ফুটেছে। তবে পুদুচেরির সেই ঘটনায় তুমুল বিতর্ক শুরু হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, বিয়ের ‘রিটার্ন গিফট’ হিসেবে মদের বোতল দিয়ে পুদুচেরির সংস্কৃতি নষ্ট করা হয়েছে। ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর তামিলিসাই সৌন্দররাজনের কাছে আর্জিও জানিয়েছে বিজেপি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার (২৮ মে) পুদুচেরির ইয়ানাম বেঙ্কটচালাম পিল্লাই স্ট্রিটে এম নির্মল এবং ইউসি আরতির বিয়ের অনুষ্ঠান হয়। সেদিন রিসেপশন ছিল। চেন্নাই থেকে এমবিএ করেছেন পাত্র এল নির্মল। আর পাত্রী আরতি বিজ্ঞানে অনার্স করেছেন। সেইসঙ্গে আইটিআইতে (ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট) ডিপ্লোমা করেছেন আরতি।

তাঁদের রিসেপশনের দিন আমন্ত্রিতদের একটু অন্যরকমের ‘রিটার্ন গিফট’ দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। সেইমতো অতিথিদের গিফট ব্যাগে করে মদের বোতল দেওয়া হয়। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, টেবিলে গুচ্ছের মদের বোতল নিয়ে দুই ব্যক্তি দাঁড়িয়ে আছেন। এক-এক করে অতিথি আসছেন। তাঁদের হাতে গিফট ব্যাগ তুলে দেওয়া হচ্ছে। যে ব্যাগে মদের বোতল আছে।

এমনিতে পুদুচেরিতে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের ‘রিটার্ন গিফট' দেওয়ার প্রচলন আছে। প্রথা অনুযায়ী, যাঁরা বিয়েতে আসেন, তাঁদের 'থাম্বুলা পাই' দেওয়া হয়। যাতে নারকেল, কলা, পান পাতা, সুপারি এবং কুমকুম থাকে। সবগুলিই অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়। কিন্তু নির্মল এবং আরতির রিসেপশনে ‘রিটার্ন গিফট' হিসেবে মদের বোতল দেওয়া হওয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছে। চরম ক্ষোভপ্রকাশ করেছেন পুদুচেরি বিজেপির মুখপাত্র নারায়ণ থিরুপতি।

আরও পড়ুন: Record Liquor Sales in WB: ২২,০০০ কোটি টাকার মদ বেচে রেকর্ড বাংলার! বিয়ার বিক্রি ২ গুণ বেড়ে হল ৪,০০০ কোটি

একটি ভিডিয়ো পোস্ট শেয়ার করে পুদুচেরি বিজেপির মুখপাত্র দাবি করেন, বিয়েতে ‘রিটার্ন গিফট' হিসেবে মদের বোতল দিয়ে ঐতিহ্যবাহী সংস্কৃতি নষ্ট করা হয়েছে। সেই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নরের কাছে আর্জি জানিয়েছেন পুদুচেরি বিজেপির মুখপাত্র। সেইসঙ্গে তাঁকে ট্যাগও করেছেন।

আরও পড়ুন: Condom delivery during IPL 2023 final: IPL ফাইনালের প্রথম ঘণ্টায় ২,৪২৩ কন্ডোম বিক্রি! '২২ জনের বেশি খেলছে', মজা সুইগির

সেইসঙ্গে জনসমক্ষে মদের বোতল বিলি করা যায় কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি নিয়ে পুদুচেরি পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তবে পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে জানানো হয়েছে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন