বর্তমানে মানুষের জীবনে সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রভাব রয়েছে। কমবেশি অধিকাংশ মানুষই দিনের অনেকটাই সময় সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে থাকেন। আর নানা মুহূর্ত ফেসবুক-ইনস্টাগ্রামে শেয়ার করে থাকেন। তারইমধ্যে ১০ বছরের বালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল ১৬ বছরের ইনস্টাগ্রামের ‘বন্ধুর’ বিরুদ্ধে। ওই কিশোরকে নজরদারির মেহসানায় পাঠানো হয়েছে। আইনের নির্দিষ্ট ধারায় পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।
আরও পড়ুন : বড়দিনে বউকে দিতে পুরসভার ‘লাভ’ চুরি, ধরার পর চোরকে গোলাপ কিনে দিলেন চেয়ারম্যান
জানা গিয়েছে, ইনস্টাগ্রামে দু'জনের আলাপ হয়। পুলিশ সূত্রে খবর, পঞ্চম শ্রেণির ওই ছাত্রী আচমকা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। কোথাও না পেয়ে শেষে তারা মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করেন। তদন্তের সময় পুলিশ জানতে পারে যে নাবালিকার সঙ্গে কিশোরের পরিচয় হয়েছিল ইনস্টাগ্রামে। মায়ের ফোন থেকে ইনস্টাগ্রাম করত ওই নাবালিকা। সেখানেই ওই কিশোরের সঙ্গে পরিচিতি ঘটে। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ফোনেও দু'জনের নিয়মিত কথা হয়। অভিযোগ উঠেছে, পরবর্তীতে বালিকাকে অপহরণ করে নিজের বাড়িতে নিয়ে যায় কিশোর। সেখানে ধর্ষণ করেছে। পরে ওই বালিকাকে উদ্ধার করা হয়।