শিউরে গুজরট নির্বাচন। রণদামামা বেজে গিয়েছে। ফের একবার মোদীগড় গুজরাটে বিজেপি থাবা বসাতে পারবে, নাকি নতুন রাজনৈতিক শক্তির হাওয়াই জোরদার হবে গুজরাটে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমেদাবাদ থেকে ভদোদরা। তারই মাঝে গুজরাতের রাজনীতিতে ঝড় তুলেছিল একটি খবর। দেখা গিয়েছে, সেখানে সুরত পূর্ব কেন্দ্র থেকে আম আদমি পার্টির প্রার্থী কাঞ্চন জারিওয়ালা নিখোঁজ ছিলেন গত সন্ধ্যে থেকে। জানা গিয়েছে, সদ্য তিনি সর্বসমক্ষে এসে তুলে নেন প্রার্থীপদ।
আম আদমি পার্টির মুখপাত্র রাঘব চাড্ডা একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে তিনি তুলে ধরেছেন, আম আদমি পার্টির একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, বহু মানুষের ভিড়ের মধ্যে এসে, পুলিশের নিরাপত্তার মধ্যে থেকে আর ও অফিসে যাচ্ছেন কাঞ্চন জারিওয়ালা। আম আদমি পার্টির এই নেতার আশপাশে যাঁরা ছিলেন, তাঁদের অনেকেই অপরিচিত বলে দাবি করা হচ্ছে। ভিডিয়োয় দেখা গিযেছে আর ও অফিসে গিয়ে নিজের মনোনয়ন পত্র তুলে নেন কাঞ্চন জারিওয়ালা। রাঘব চাড্ঢা দাবি করছেন যে, তাঁদের দলীয় প্রার্থীকে ‘জোর করে’ মনোনয়ন তুলে নিতে বাধ্য করা হয়েছে। রাঘবের সরাসরি অভিযোগ, ‘দেখুন কীভাবে পুলিশ আর বিজেপির গুণ্ডারা টেনে নিয়ে যাচ্ছেন সুরত পূর্বের আপ প্রার্থীকে আর ও অফিসে, যাতে মনোনয়ন তিনি তুলে নেন। ’ আম আদমি পার্টি এই ভিডিয়ো শেয়ার করে দাবি করেছে, গুজরাতে বিধানসভা নির্বাচনে ‘অবাধ ও স্বাধীন নির্বাচন কার্যত একটি মশকরা’।
আম আদমি পার্টির দাবি, সুরত পূর্বে তাঁদের প্রার্থী কাঞ্চন জারিওয়ালাকে বিজেপি অপহরণ করে নিয়ে গিয়েছিল। তাঁকে কয়েকদিন কোনও অজ্ঞাতস্থানে রাখা হয়। তারপর কাঞ্চনকে দিয়ে মনোনয়ন তুলতে বাধ্য করা হয়। এমননই দাবি করেছেন রাঘব চড্ঢা। রাঘব বলছেন,' প্রথমে বিজেপি তাঁর মনোনয়ন বাতিল করিয়ে দেয়। তারপর তাঁর প্রার্থীপদ বাতিলে বাধ্য করেন। এখন তাঁকে অপহরণ করা হয়েছে। তিনি গত সন্ধ্যে থেকে নিখোঁজ। ‘ আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওালও দাবি করেছেন বিজেপি জোর করেছে জারিওয়ালাতে মনোনয়ন তুলে নিতে। এদিকে, বিজেপি বলছে, এই ধরনের সমস্ত তথ্য ভ্রান্ত। বিজেপির তরফে বলা হয়েছে, ’লাইমলাইট পেতে বিজেপি এই দাবি করছে।'