অবশেষে বহু প্রতীক্ষিত গুজরাট ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। দুটি পর্যায়ে এই ভোট হবে। প্রথম পর্বের ভোট হবে ১ ডিসেম্বর। দ্বিতীয় পর্বের ভোট হবে ৫ ডিসেম্বর। ভোটের ফলাফল ঘোষণা করা হবে ৮ ডিসেম্বর। হিমাচল প্রদেশের ভোটের ফলাফলও ওই দিনই ঘোষণা করা হবে বলে কমিশন জানিয়েছে।
এদিকে গত মাসে কমিশন হিমাচল প্রদেশের ভোটের দিনক্ষণ ঘোষণা করেছিল। তখনই অনেকে আশা করেছিলেন গুজরাটের নির্বাচনের দিনও হয়তো ঘোষণা করা হবে। কিন্তু বাস্তবে সেসব কিছু হয়নি। এনিয়ে নানা চর্চা শুরু হয়েছিল গোটা দেশজুড়ে।
বিরোধীরাও এনিয়ে নানা প্রশ্ন তোলা শুরু করেছিলেন। শেষ পর্যন্ত গুজরাট ভোটের দিন ঘোষণা করা হল। বিরোধীদের দাবি, গুজরাট সফরে গিয়ে নানা উন্নয়ন প্রকল্পের কথা ঘোষণা করেছেন মোদী। সেকারণেই ভোটেন দিন ঘোষণা করা হচ্ছিল না।
তবে এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, মিথ্যা কথা বলা হচ্ছে। মৌরবী সেতু বিপর্যয়ের জেরে দিন ঘোষণা করতে দেরি হয়েছে। তিনি জানিয়েছেন, অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা হয়েছে গুজরাটে। কেন দেরি হল তার একটি কারণ হল এটি। গুজরাটে শোকের দিনও ছিল।
এদিকে ভোটের দিন ঘোষণার পরে কংগ্রেস জানিয়েছে, নির্বাচন কমিশনকে দেশবাসীর কাছে সঠিক ব্যাখ্য়া দিতে হবে। একই দিনে দুই রাজ্যের ফলাফল ঘোষণা করা হবে অথচ একই দিনে ভোট হবে না। এটা কেন করা হল?
কংগ্রেসের গুজরাটের ইন-চার্জ রঘু শর্মা জানিয়েছেন, শেষ পর্যন্ত গুজরাটের ভোটের দিন ঘোষণা করেছে কমিশন সেজন্য় ধন্য়বাদ জানাচ্ছি।