ভারতের রাসায়নিক শিল্পের অন্যতম বড় সংস্থা গুজরাট ফ্লুরোকেমিক্যালস লিমিটেড। প্রায় ৩৯,৬৫৬ কোটি টাকার বাজার মূলধন এই বিগ-ক্যাপ সংস্থার। গুজরাট ফ্লুরোকেমিক্যালস লিমিটেড (জিএফএল) বিশেষ রাসায়নিক, ফ্লুরোপলিমার এবং ফ্লুরোস্পেশালিটির ব্যবসা করে। সংস্থার এই ক্ষেত্রে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা আছে। গুজরাট ফ্লুরোকেমিক্যালস লিমিটেডের(GFL) সদর দপ্তর নয়ডায়। এটি INOXGFL গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান।ফ্লুরোপলিমার, বিশেষ রাসায়নিক, বায়ু শক্তি এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে INOXGFL একটি প্রতিষ্ঠিত বাণিজ্যিক সংস্থা।
ভারতে তিনটি ম্যানুফ্যাকচারিং সাইট রয়েছে। মরক্কোতে সংস্থার মালিকানাধীন একটি ফ্লুরস্পার খনি এবং ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে স্টোরেজের ফেসিলিটি রয়েছে। GFL ফ্লুরোপলিমার এবং ফ্লুরোস্পেশালিটি সেক্টরে বিশ্বব্যাপী একটি সুপরিচিত সংস্থা এটি। আরও পড়ুন : Multibagger Shares: গত স্বাধীনতা দিবস থেকে এবার পর্যন্ত ফাটিয়ে দিয়েছে এই ৩টি কেমিকাল শেয়ার
সম্প্রতি সংস্থার পরিচালনা পর্ষদ ১ টাকা ফেস ভ্যালুতে শেয়ার প্রতি ২ টাকা বা ২০০% ইক্যুইটি ডিভিডেন্ডের পরিকল্পনা করেছে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের যোগ্যতা নির্ধারণ করার জন্য রেকর্ড ডেট স্থির করেছে। আগামী ২২ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার রেকর্ড ডেট। ৩১ মার্চ ২০২২-এ সমাপ্ত অর্থবর্ষের জন্য প্রতিটি ইক্যুইটি শেয়ার প্রতি ২০০% চূড়ান্ত ডিভিডেন্ড দেওয়া হবে। রেকর্ড তারিখের দিন সেই শেয়ার বিনিয়োগকারীদের বেছে নেওয়া হবে। আগামী বার্ষিক সাধারণ সভায় এই ডিভিডেন্ড ঘোষণা করা হলে, তা টিডিএস সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যেই প্রদান করা হবে বলে জানা গিয়েছে।
_1662985385260_1662985434452_1662985434452.jpg)
গুজরাট ফ্লুরোকেমিক্যালস লিমিটেডের শেয়ার আজ এনএসইতে ৩,৬১০.০৫ টাকায় ক্লোজ হয়েছে। গত ৬ মাসে প্রায় ৫.৪৮% বেড়েছে এই শেয়ার। গত ৫২ সপ্তাহের সর্বোচ্চ শেয়ার দর ৩,৬৮৪ টাকা। অন্যদিকে সর্বনিম্ন শেয়ার দর ১,৬২০ টাকা।