বাংলা নিউজ > ঘরে বাইরে > Govt Employee Dead in Cricket field: ব্যাট-বলের লড়াই পরিণত হল জীবনযুদ্ধে, ক্রিকেট খেলতে গিয়ে মাঠেই মৃত সরকারি কর্মী

Govt Employee Dead in Cricket field: ব্যাট-বলের লড়াই পরিণত হল জীবনযুদ্ধে, ক্রিকেট খেলতে গিয়ে মাঠেই মৃত সরকারি কর্মী

ক্রিকেট খেলতে নেমে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল গুজরাটের জিএসটি দফতরের কর্মী বসন্ত রাঠৌরের।

ক্রিকেট খেলতে নেমে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল গুজরাটের পণ্য পরিষেবা কর বা জিএসটি দফতরের কর্মী বসন্ত রাঠৌরের। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ৩৪ বছর। প্রসঙ্গত, গত ১০-১২ দিনে গুজরাটে ক্রিকেট মাঠে এই নিয়ে মৃত্যু হল মোট তিনজনের।

ক্রিকেটের মাঠে ব্যাট, বলের লড়াই আচমকাই জীবনযুদ্ধে পরিণত হল গুজরাটে। ক্রিকেট খেলতে নেমে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল গুজরাটের পণ্য পরিষেবা কর বা জিএসটি দফতরের কর্মী বসন্ত রাঠৌরের। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ৩৪ বছর। প্রসঙ্গত, গত ১০-১২ দিনে গুজরাটে ক্রিকেট মাঠে এই নিয়ে মৃত্যু হল মোট তিনজনের। জানা গিয়েছে, বসন্ত রাঠৌর বল করতে গিয়ে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন। বুক চেপে লুটিয়ে পড়েন মাটিতে। এরপর আর তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। মাঠ থেকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বসন্তকে। হাসপাতালে মৃত্যু হয় তাঁর। (আরও পড়ুন: 'ভগবান আপনাদের মন দিয়েছেন', উত্তরপ্রদেশে পুলিশকে সংবেদনশীল হওয়ার বার্তা মোদীর)

জানা গিয়েছে, আমদাবাদের কাছে একটি ডেন্টাল কলেজের মাঠে স্থানীয় ক্রিকেট প্রতিযোগিতার একটি ম্যাচ খেলছিলেন বসন্ত। বল করার সময় কিছুটা অস্বস্তি বোধ করেন বসন্ত। বুকে ব্যথা শুরু হলে তিনি সতীর্থদের বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে তাঁকে ডেন্টাল হাসপাতালেই নিয়ে যাওয়া হয়। বসন্তের শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমতে থাকলে তাঁকে সেখান থেকে স্থানীয় সোলা সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বসন্তকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেন চিকিৎসকরা। তবে শেষ পর্যন্ত আর চিকিৎসায় সাড়া দেননি বসন্ত। মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, মৃত সরকারি কর্মী বস্ত্রপুরের বাসিন্দা। তাঁর এক স্ত্রী রয়েছেন।

বসন্তের সতীর্থরা দাবি করেন, বসন্ত সুস্থ সবল ছিলেন। জিএসটি দফতরের এক আধিকারিক বলেন, 'আমরা ফিল্ডিং করাক সময় হঠাৎই বুকে ব্যথা অনুভব করে বসন্ত। আমরা ওঁর জন্য কিছু করতে পারলাম না। ওঁ খুব চনমনে ছিল। বসন্ত বোলিং করছিল। ও ক্রিজের সামনে গিয়ে আচমকাই মাটিতে লুটিয়ে পড়ে। ওঁর সতীর্থরা তখন সঙ্গে সঙ্গে তাঁকে তুলে নিয়ে হাসপাতালে যায়।' বসন্ত গুজরাট জিএসটি দফতরের হেড অফিসের ইউনিট ১৪-তে নিযুক্ত ছিলেন। তিনি সিনিয়র ক্লার্ক পদে নিযুক্ত ছিলেন সেখানে।

প্রসঙ্গত, সম্প্রতি আরও দুই ক্রিকেটারের মৃত্যু হয়েছে গুজরাটের মাঠে। রাজকোটের বাসিন্দা প্রশান্ত ভারোলিয়া (বয়স ২৭ বছর) এবং সুরাটের বাসিন্দা জিগ্নেশ চৌহান (বয়স ৩১ বছর) সম্প্রতি ক্রিকেট মাঠেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। এভাবে পরপর ক্রিকেট মাঠে খেলোয়াড়দের আকস্মিক মৃত্যুর কারণে শোকের ছায়া নেমেছে গুজরাটের ক্রীড়া মহলে।

পরবর্তী খবর

Latest News

তৃণমূল কংগ্রেসের মুখপত্রের সম্পাদক হচ্ছেন মন্ত্রী শোভনদেব, রাত পোহালেই দায়িত্বে আমেরিকা সফরে যাবেন মোদী, যোগ দেবেন কোয়াড বৈঠকে, সফরসূচিটা জেনে নিন ‘একটা অত্যাচারী লোক, যে ব্রিটিশের অত্যাচারকেও হার মানিয়েছে’ ‘মুখ্যমন্ত্রী অনুতপ্ত নন তাঁর কথাতেই স্পষ্ট, শাস্তি কোথায়? এতো পুরস্কৃত করা হল’ Kharge writes to PM: রাহুল গান্ধীকে যা-তা বলা হচ্ছে, মোদীকে চিঠি দিলেন খাড়গে চিকিৎসকদের আন্দোলনের নামে টাকা চেয়ে প্রতারণার ফাঁদ! সতর্ক করলেন জুনিয়র ডাক্তাররা জল-যন্ত্রণা আরও বাড়ার আশঙ্কা! জল ছাড়ার পরিমাণ বাড়াল DVC, রইল তাক লাগানো দৃশ্য Visavakarma Puja: চলন্ত ট্রেনে বিশ্বকর্মা পুজো, চলল মন্ত্র পাঠ-প্রসাদ বিতরণও আন্দোলনকারীদের অন্যায়ের শিকার ভিন্ন মতাবলম্বীরা? সরকারের কাছে বিহিত চাইলেন কুণাল বুধে ভারী বৃষ্টি হবে না বাংলায়, শুক্রে ৫ জেলায় জারি সতর্কতা, কোথায় কেমন আবহাওয়া?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.