১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গুজরাট পুর নির্বাচনে ক্ষমতাসীন বড় জয় পেল ভারতীয় জনতা পার্টি। জুনাগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিজেপি জয়ী হয়েছে। এছাড়া যে ৬৮টি পুরসভায় ভোট অনুষ্ঠিত হয়েছিল, তার মধ্যে ৬০টিতেই বিজেপি জিতেছে। এছাড়া তিনটি তালুক পঞ্চায়েত- গান্ধীনগর, কাপাডভাঞ্জ এবং কাঠলালেও পদ্ম ফুটেছে। বিজেপির এই জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ একটি পোস্টে দলকে অভিনন্দন জানান। এর পাশাপাশি গুজরাটের সঙ্গে পদ্ম শিবিরের 'নাড়ির টানের' কথা তুলে ধরেন। এদিকে বিজেপির এই জয়ের মধ্যেও একটি পুরসভায় বিজেপিকে চমকে দিয়েছে সমাজবাদী পার্টি। (আরও পড়ুন: মহারাষ্ট্রের ISIS জঙ্গি লুকিয়ে লিবিয়ায়, জারি ইন্টারপোল রেড নোটিশ)
আরও পড়ুন: বিশ্ব নাটেলা দিবসের ১০ দিনের মাথায় প্রয়াত ‘নাটেলার জনক’ ফ্রান্সেসকো রিভেলা
এই নিয়ে মোদী লিখেছেন, 'বিজেপির সাথে গুজরাটের বন্ধন কেবল অটুটই নয়, দিন দিন তা আরও দৃঢ় হচ্ছে! রাজ্যজুড়ে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে বিজেপিকে সমর্থন করার জন্য আমি গুজরাটের জনগণকে ধন্যবাদ জানাই। এটা উন্নয়নের রাজনীতির আরও একটি বিজয়। গুজরাটের মানুষ যেভাবে বারবার আমাদের ওপর আস্থা রাখছেন, তা সত্যিই বিনয়ের বিষয়। এই বিশেষ আশীর্বাদগুলি মানুষের সেবায় কাজ করার জন্য আমাদের আরও শক্তি দেয়। আমি প্রতিটি বিজেপি কার্যকর্তার প্রশংসা করতে চাই। তাদের প্রচেষ্টার জন্য এই অসামান্য ফলাফল এসেছে।' (আরও পড়ুন: আদানির বিরুদ্ধে তদন্তে ভারতের সাহায্য চাইল মার্কিন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন)
আরও পড়ুন: 'ভারতকে ২১ মিলিয়ন ডলার কেন দিচ্ছে আমেরিকা?' এবার মুখ খুললেন ট্রাম্প
এদিকে গুজরাটে ক্রমাগত জমি হারাতে থাকা কংগ্রেস মাত্র একটি পুরসভা জিততে পেরেছে। এদিকে সমাজবাদী পার্টি দু'টি পুরসভায় জয় পেয়েছে। এই পুরভোটে কংগ্রেসের হাতে থাকা ১৪টি পুরসভা বিজেপি ছিনিয়ে নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল রাধনপুর,মহুধা ও রাজুলা। কংগ্রেস দেবভূমি দ্বারকা জেলার সালায়া পুরসভা ধরে রেখেছে। সেখানে আম আদমি পার্টি ২৮টি আসনের মধ্যে ১৩টি আসন জিতেছে। গুজরাটের বিধায়ক কান্ধল জাদেজার অধীনে সমাজবাদী পার্টি কুটিয়ানা এবং রানাভাভ পুরসভা দখল করেছে। এর মধ্যে কুটিয়ানা পুরসভাটি এর আগে বিজেপির দখলে ছিল এবং রানাভাভ ছিল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির দখলে। (আরও পড়ুন: জারি কারফু-নিষেধাজ্ঞা, বাংলাদেশি পাচারকারীদের ভাতে মারতে কড়া পদক্ষেপ সীমান্তে)
এদিকে সোমনাথ বিধানসভা কেন্দ্রের বর্তমান কংগ্রেস বিধায়ক বিমল চুড়াসমা পুরভোটে হেরে গিয়েছেন। চোড়ওয়াড় পুরসভার ৩ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিমল। এই পুরসভাতেও বিজেপির প্যানেল ক্ষমতায় আসছে। এদিকে মাঙ্গরোল, ডাকোর, আঙ্কলভ, ছোটৌদেপুর এবং ভাভলায় ফলাফল ত্রিশঙ্কু। বিজেপির রাজ্য সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গুজরাটের বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই ফলাফলকে দলের সাংগঠনিক শক্তি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রমাণ হিসাবে প্রশংসা করেছেন।