দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ফেল করেছিলেন। অথচ সেই ছাত্রীই সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (NEET-UG) পরীক্ষায় ৭২০-র মধ্যে ৭০৫ পেয়ে শিরোনামে উঠে এসেছিলেন। আর তারপর জুনে দ্বাদশ শ্রেণির সাপ্লিমেন্টারি পরীক্ষা দেন। তাতেও রেজাল্ট ভালো করতে পারলেন না। বরং ফিজিক্সে ফের ‘ফেল’ করেছেন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বোর্ড পরীক্ষায় কেমিস্ট্রিতে যে নম্বর পেয়েছিলেন, তার থেকে মাত্র দু'নম্বর বেশি পেয়েছেন সাপ্লিমেন্টারি পরীক্ষায়। আর ফিজিক্সে বোর্ড পরীক্ষার থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষায় এক নম্বর বেশি পেয়েছেন।
সাপ্লিমেন্টারি পরীক্ষায় কত নম্বর পেয়েছেন?
১) ফিজিক্স: মার্চে গুজরাট উচ্চমাধ্যমিক বোর্ড পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ফিজিক্সে (থিওরি) ২১ পেয়েছিলেন। ওই রিপোর্ট অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষায় এক নম্বর বেশি পেয়েছেন। আর ২২ পাওয়ায় পাশ করতে পারেননি ফিজিক্সে।
২) কেমিস্ট্রি: প্রাথমিকভাবে বোর্ড পরীক্ষায় কেমিস্ট্রিতে (থিওরি) ৩১ নম্বর পেয়েছিলেন ওই ছাত্রী। রিপোর্ট অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষায় ৩৩ নম্বর পেয়েছেন।
অন্যদিকে, বোর্ড পরীক্ষায় বায়োলজিতে মেরেকেটে পাশ করেছিলেন ওই প্রার্থী। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (NEET-UG) পরীক্ষার জন্য যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাতে মাত্র ৩৯ নম্বর পেয়েছিলেন।
কীভাবে NEET-এ এত নম্বর পেয়েছেন? তদন্তের দাবি
সেই পরিস্থিতিতে ওই প্রার্থীর নিটের রেজাল্ট নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। গুজরাটের শিক্ষা মহলের সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টে যখন নিট মামলার শুনানি হয়েছে, তখন এই প্রার্থীর বিষয়টা এড়িয়ে যাওয়া যাবে না। রাজ্যের বোর্ড পরীক্ষায় পাশ নম্বর পাননি যিনি, তিনিই সর্বভারতীয় স্তরের এরকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় একদম প্রথমসারির নম্বর প্রাপকদের মধ্যে যে আছেন, সেই বিষয়টি কার্যত অসম্ভব। তাই ওই প্রার্থীকে নিয়ে তদন্ত করা উচিত।
NEET পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্ট
গত ৫ মে পরীক্ষা হওয়ার পর থেকেই নিট নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ওঠে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। যে অভিযোগে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে সার্বিকভাবে যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি, সেটাও জানিয়েছে শীর্ষ আদালত। ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, 'আমরা NEET-UG পরীক্ষা বাতিল করিনি, কারণ হাজারিবাগ এবং পাটনা ছাড়া সার্বিকভাবে পরীক্ষার পবিত্রতা ভঙ্গ হয়নি।' সেইসঙ্গে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে এবারের নিট পরীক্ষার সময় যে সমস্যাগুলি সামনে এসেছে, সেগুলি শুধরে নিতে হবে কেন্দ্রীয় সরকারকে।
আরও পড়ুন: 9 to 5 Job: ৯-৫টা কাজের দিন শেষ, ভবিষ্যদ্বাণী লিঙ্কডইনের সহ-প্রতিষ্ঠাতার