বাংলা নিউজ > ঘরে বাইরে > Gujarat Poll: গুজরাট ভোটের মুখে ৭ নেতাকে সাসপেন্ড করল গেরুয়া শিবির, কারণটা কী ?

Gujarat Poll: গুজরাট ভোটের মুখে ৭ নেতাকে সাসপেন্ড করল গেরুয়া শিবির, কারণটা কী ?

গুজরাটে প্রধানমন্ত্রীর নির্বাচনী সভায় শ্রোতারা। (ANI Photo) (BJP Gujarat Twitter)

গত ২৭ বছর ধরে বিজেপি গুজরাটে শাসন ক্ষমতায় রয়েছে। এবার সাত বারের জন্য় জেতার লড়াইতে নেমেছেন তারা। এবার কংগ্রেস আর আম আদমি পার্টি বিজেপির মূল প্রতিদ্বন্দ্বি হয়ে উঠেছে। একাধিক আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা জোরালো হচ্ছে। এমনকী কংগ্রেসের ভোট ব্যাঙ্কে ভাগ বসাতে পারে আপ এমন চর্চাও চলছে গুজরাটে।

মৌলিক পাঠক

গুজরাট ভোটের আর দু সপ্তাহ বাকি। আর তার মধ্য়েই সাত বিজেপি নেতাকে সাসপেন্ড করা হল এবার। কারণ ওই সাত নেতার মধ্যে ৬জন নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। তার মধ্যে একজন আবার কংগ্রেসের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মূলত দলের পক্ষ থেকে টিকিট না পেয়েই তারা নির্দল হিসাবে দাঁড়িয়ে পড়েন। ওই সাত নেতাই গুজরাট ভোটের প্রথম পর্বের জন্য ভোটে দাঁড়িয়েছেন। এদিকে ওই গোঁজ প্রার্থীদের মধ্য়ে হর্ষদ ভাসাভা নামে এক আদিবাসী নেতা ও অরবিন্দ লাদানি নামে এক প্রাক্তন বিজেপি বিধায়কও রয়েছেন।তারা নানদোদ ও কেশোদ আসন থেকে ভোটে লড়বেন বলে জানিয়েছেন।

সুরেন্দ্রনগর জেলা পঞ্চায়েতের এক সদস্য় তথা বিজেপি নেতা ছত্রসিং গাঞ্জারিয়াকেও সাসপেন্ড করা হয়েছে। তিনি কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়ে পড়েছেন।

এদিকে গত ২৭ বছর ধরে বিজেপি গুজরাটে শাসন ক্ষমতায় রয়েছে। এবার সাত বারের জন্য় জেতার লড়াইতে নেমেছেন তারা। এবার কংগ্রেস আর আম আদমি পার্টি বিজেপির মূল প্রতিদ্বন্দ্বি হয়ে উঠেছে। একাধিক আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা জোরালো হচ্ছে। এমনকী কংগ্রেসের ভোট ব্যাঙ্কে ভাগ বসাতে পারে আপ এমন চর্চাও চলছে গুজরাটে।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক সভা করছেন গুজরাটে। এবারও বিজেপির কাছে এটি মর্যাদার লড়াই। অন্যদিকে কংগ্রেসের শীর্ষনেতৃত্বও দাপিয়ে প্রচার করছেন গুজরাটে।

 

বন্ধ করুন