বাংলা নিউজ > ঘরে বাইরে > Gujarat Poll: গুজরাট ভোট নিয়ে উদাসীন রাহুল-সোনিয়া? কী বলছে জনমত সমীক্ষা!

Gujarat Poll: গুজরাট ভোট নিয়ে উদাসীন রাহুল-সোনিয়া? কী বলছে জনমত সমীক্ষা!

রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী।(PTI Photo/Manvender Vashist Lav) (PTI)

স্থানীয় সূত্রে খবর, গুজরাট নিয়ে হাইকমান্ড নীরব থাকলেও কংগ্রেসের স্থানীয় নেতারা অবশ্য এলাকায় মিটিং শুরু করেছেন। কিন্তু শেষ পর্যন্ত গুজরাটে কংগ্রেস কতটা দাগ কাটতে পারবে তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।

গুজরাট ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। বিজেপি ও আপ নিজের মতো করে ঘর গোছাতে শুরু করেছে। কিন্তু কোথায় গেল কংগ্রেস? এই প্রশ্নটা ভাবাচ্ছে অনেককেই। রাহুল ও সোনিয়া গান্ধীকে সেভাবে গুজরাট নিয়ে তৎপর হতে দেখা যাচ্ছে না। কারণ টা কী?

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গুজরাট থেকে কার্যত দূরত্ব বজায় রাখছেন রাহুল সোনিয়া। ভোট পূর্ববর্তী সমীক্ষায় ঠিক কী উঠে আসছে?

এবিপি নিউজ সি ভোটারের সমীক্ষায় প্রশ্ন উঠে এসেছিল কোন দল এবার গুজরাটে সরকার তৈরি করবে?

সেই প্রশ্নের উত্তরে ৫৬ শতাংশ মানুষ বিজেপির পক্ষে মতামত দিয়েছিলেন। ১৭ শতাংশ মানুষ কংগ্রেসের পক্ষে মতামত দিয়েছিলেন। তবে ২০ শতাংশ মানুষ মতামত দিয়েছিলেন আপের পক্ষে।

এদিকে অতীতের পরিসংখ্য়ান অনুসারে দেখা যাচ্ছে এর আগে ৬টি নির্বাচনে কংগ্রেসই বিরোধী শক্তি হিসাবে উঠে এসেছিল। তবে এবার বিরোধী হিসাবে কার্যত আপের নাম উঠে আসছে আলোচনায়। তারা একেবারে তেড়েফুঁড়ে প্রচারে নেমে পড়েছেন। সেক্ষেত্রে এবার গুজরাটে লড়াইটা হবে ত্রিমুখী।

তবে স্থানীয় সূত্রে খবর, গুজরাট নিয়ে হাইকমান্ড নীরব থাকলেও কংগ্রেসের স্থানীয় নেতারা অবশ্য এলাকায় মিটিং শুরু করেছেন। কিন্তু শেষ পর্যন্ত গুজরাটে কংগ্রেস কতটা দাগ কাটতে পারবে তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। 

 

বন্ধ করুন