গুজরাটের নির্বাচনী পর্যবেক্ষকের পদ থেকে এক আইএএসকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, ওই আধিকারিক ইনস্টাগ্রামে তাঁর নয়া দায়িত্ব নিয়ে একটি পোস্ট করেছিলেন। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে সরিয়ে দিল কমিশন। কারণ তিনি আত্মপ্রচার করছেন বলে অভিযোগ উঠেছে। তারপরই তাঁকে উত্তরপ্রদেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
২০১১ ব্যাচের ওই আইএএস জানিয়েছেন, আমি নির্বাচন কমিশনের নির্দেশ মেনে নিয়েছি। তবে ইনস্টাগ্রামে তাঁর সেই পোস্ট করা ছবিগুলি থেকেই গিয়েছে। একটিতে দেখা যাচ্ছে, একটি গাড়ির সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন। গাড়িতে লেখা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অবজার্ভার। আর দ্বিতীয় ছবিতে তিনি নিরাপত্তারক্ষীদের নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ক্য়াপশন গুজরাট নির্বাচনের পর্যবেক্ষক হিসাবে যোগ দিলাম। টুইটার, ফেসবুকেও তাঁর এই ছবি রয়েছে।
এরপরই চিঠিতে কমিশন লিখেছে, ব্যাপারটি খুব সিরিয়াসলি নেওয়া হচ্ছে। অবিলম্বে দায়িত্ব ছেড়ে বিধানসভা এলাকা থেকে বেরিয়ে যেতে হবে। যে সুবিধা পর্যবেক্ষক হিসাবে তাঁকে দেওয়া হয়েছিল সব তুলে নেওয়া হয়েছে।
তাঁর জায়গায় কর্ণাটক ক্য়াডারের আধিকারিক কৃষ্ণা বাজপেয়িকে নিয়োগ করা হয়েছে। তবে এনিয়ে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন,কাজটা সিরিয়াসলি করুন স্য়ার।