অমিত কাউপার
সামনেই গুজরাট ভোট। তার আগে প্রাক্তন মুখ্য়মন্ত্রী বিজয় রূপানি ও প্রাক্তন উপমুখ্য়মন্ত্রী নীতিন পটেল বুধবার জানিয়ে দিলেন তাঁরা ভোটে লড়বেন না। পাশাপাশি প্রাক্তন শিক্ষামন্ত্রী ভূপেন্দ্র সিং চৌদাসমা, প্রাক্তন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী প্রতীপ সিং জাদেজাও জানিয়েছেন তাঁরাও ভোটে লড়তে রাজি নন।
এদিকে এদিনই কেন্দ্রীয় নির্বাচনী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। আর সেই সময় এই ঘোষণা করলেন প্রাক্তন মন্ত্রীরা।
এদিকে ২০২১ সালে বিজয় রূপানিকে সরিয়ে ভূপেন্দ্র প্যাটেল মুখ্য়মন্ত্রী হয়েছিলেন। সেই সময় নীতিন পটেলকেও সরানো হয়েছিল। বিজেপির মুখাপাত্র অমল ব্যাস জানিয়েছেন রূপানি ও পটেল দুজনেই ভোটে দাঁড়াতে চাইছেন না।
পটেল রাজ্য় বিজেপি সভাপতিকে চিঠি লিখে জানিয়েছেন, প্রার্থীর মনোনয়নের তালিকায় আমার নাম রাখবেন না। আমি ভোটে দাঁড়াব না। তবে গুজরাটের মানুষ, বিজেপি কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ।
রূপানি জানিয়েছেন, দল আমাকে অনেক কিছু দিয়েছে। আমি চাই নতুন মুখ আসুক গুজরাটে। সংসদীয় বোর্ড মিটিংয়েও আমি জানিয়েছি পাঁচ বছর মুখ্য়মন্ত্রীর চেয়ারে বসার পর একজন সাধারণ এমএলএ হওয়াটা ঠিক হবে না।
অপর দুই প্রাক্তন মন্ত্রী ফের ভোটে লড়াই করার ক্ষেত্রে অনিচ্ছা প্রকাশ করেছেন।