দোরগোড়ায় কড়া নাড়ছে গুজরাট ভোট। ইতিমধ্যে ভোটের ফলাফল কী হতে পারে তা নিয়ে চুলচেরা বিশ্লেষন শুরু হয়েছে। এদিকে গুজরাটের ১৮২টি আসনের মধ্যে ১১৭টি আসনে ১০ শতাংশের বেশি মুসলিম ভোটার।আর সেই নিরিখে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এবারের ভোটে মুসলিম ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে এবিপি নিউজ ও সি ভোটার একটি সাপ্তাহিক সার্ভে করেছিল। মুসলিম ভোটের কত শতাংশ কোন দলের দিকে যেতে পারে তারও ইঙ্গিত মিলেছে এই সমীক্ষায়।
দেখা যাচ্ছে আপ আর আসাদউদ্দিন ওয়াইসির আগমন আচমকাই এই লড়াইকে আরও বেশি চমকপ্রদ করে তুলেছে। সমীক্ষায় দেখা যাচ্ছে মুসলিমদের ৪৭ শতাংশ ভোট কংগ্রেসের ঝুলিতে যেতে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে আপ। এই প্রথম গুজরাট ভোটে অংশ নিচ্ছে আপ। আর প্রথমবারেই প্রায় ২৫ শতাংশ মুসলিম ভোটকে তারা করায়ত্ত করতে পারে বলে অনুমান।
আর সমীক্ষা অনুসারে দেখা যাচ্ছে প্রায় ১৯ শতাংশ মুসলিম বিজেপিকে ভোট দিতে পারেন। কিন্তু মিম নেতা আসাদউদ্দিন ওয়াইসি যিনি নিজেকে মুসলিমদের অত্যন্ত কাছের মানুষ বলে দাবি করেন তাঁর ভাগ্যে অবশ্য মুসলিম ভোট বিশেষ আসছে না বলে অনুমান করা হচ্ছে।
অন্তত ৩৬টি আসনে লড়াইতে নামতে পারে মিম। আর সেই মিম মাত্র ৯ শতাংশ ভোট পেতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, এবার গুজরাট ভোটে ওয়াইসি কি আদৌ কোনও ফ্য়াক্টর?
৪৪ শতাংশ মানুষ মনে করেন তিনি একটা বড় ফ্য়াক্টর। ২৫ শতাংশ মনে করেন তিনি বড় কোনও ফ্য়াক্টরই নন। আর ৩১ শতাংশ মানুষ বলছেন ওয়াইসি কোনও ফ্য়াক্টরই নন।