ধর্ষণ ও খুনের মামলায় দোষী ডেরা সচ্চা সৌদার প্রধান তথা স্বঘোষিত ধর্মগুরু গুরমীত রাম রহিম সিং আপাতত ৪০ দিনের প্যারোলে জেলের বাইরে রয়েছেন। আর পেরোলের অন্তর্বর্তী অবস্থায় এক বড়সড় ঘোষণা করেছেন তিনি। তাঁর দত্তক নেওয়া সন্তান হানিপ্রীত সিংয়ের নাম তিনি বদলে ‘রুহানি’ রেখেছেন বলে জানিয়েছেন। এর নেপথ্যে একটি বিভ্রান্তি কাটানোই আসল লক্ষ্য বলে তিনি জানিয়েছেন।
এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রাম রহিম জানিয়েছেন, ‘আমাদের দত্তক নেওয়া কন্যা হানিপ্রীতের নাম রুহানি রাখা হয়েছে। যেহেতু সকলে তাকে ভালো বেসে দিদি সম্বোধন করেন, আর সকলেই ‘দিদি’ তাই বিভ্রান্তি তৈরি হচ্ছিল। সেই জন্য তার নাম ‘রুহানি দিদি’ রাখা হয়েছে। ছোট করে বলতে গেলে ‘রুহ দিদি’ বলা হবে। ’ উত্তরপ্রদেশের বাগপাটে রবিবার ডেরা সচ্চা সৌদার এক অনুষ্ঠানে অংশ নেন গুরমীত রাম রহিম সিং। সেখানে সেখানে সৎ সঙ্গতে অংশ নিয়ে এই ঘোষণা করেছেন তিনি। ৪০ দিনের পেরোলে আপাতত তিনি হরিয়ানার বারনাওয়া আশ্রমে থাকছেন। ৫৫ বছর বয়সী ডেরা প্রধান জানিয়েছেন, হানিপ্রীত থেকে রুহানি হয়ে ওঠা রুহ দিদি আপাতত যে দায়িত্বে ছিলেন, সেই দায়িত্বেই থাকবেন। এদিকে, এই সম্প্রদায়ের প্রধান হিসাবে রাম রহিমের পর হানিপ্রীত আসবেন কি না তা নিয়ে জল্পনা ছিল। সেই জল্পনার জন্য মিডিয়াকে দোষারোপ করতে ছাড়েননি রামরহিম।
হানিপ্রীত থেকে রুহ দিদি হয়ে ওঠা তাঁর দত্তক কন্যা সম্পর্কে রামরহিম বলেন,'সে আগে তার পাপা (রাম রহিম) এর কথা শোনে, তারপর নিজে যেটা বলার সেটা বলে। নিজে থেকে কোনও সিদ্ধান্ত নেয়না।' তিনি এও জানান যে, ‘হানিপ্রীতই আমার প্রধান শিষ্যা।’ উল্লেখ্য, হরিয়ানা, পঞ্জাব, উত্তর প্রদেশ, রাজস্থান সহ একাধিক জায়গায় ছড়িয়ে রয়েছেন রামরহিমের প্রচারিত এই সম্প্রদায়ের মানুষ। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে এই সম্প্রদায়ের