আসন্ন সময়ে শুক্র ও বৃহস্পতির যুব অবস্থার ফলে একাধিক রাশি লাভবান হয়। পূর্ণ শক্তিতে থাকা এই গ্রহের গতিবিধিতে বহু রাশির জাতক জাতিকাদের উপর সুপ্রভাব ফেলবে। একনজরে দেখা যাক, গুরু বৃহস্পতি ও শুক্রের যুবা অবস্থায় অবস্থানের জেরে কোন কোন রাশি লাভবান হবে দেখা যাক।
1/6বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে গ্রহ ও নক্ষত্রদের চাল সময়ে সময়ে পাল্টে যেতে থাকে। মূলত, বলা হয়, প্রতিটি গ্রহের ৫ টি অবস্থা থাকে। বালক অবস্থা, কুমার অবস্থা, যুব অবস্থা, বৃদ্ধ অবস্থা ও মৃত্যু অবস্থা এই সময়কালের মধ্যে পড়ে। বলা হয়, কোনও গ্রহ যদি তাঁর যুব অবস্থাতে পড়ে যায়, তাহলে তার শক্তি সবচেয়ে বেশি হয়।
2/6আসন্ন সময়ে শুক্র ও বৃহস্পতির যুব অবস্থার ফলে একাধিক রাশি লাভবান হয়। পূর্ণ শক্তিতে থাকা এই গ্রহের গতিবিধিতে বহু রাশির জাতক জাতিকাদের উপর সুপ্রভাব ফেলবে। একনজরে দেখা যাক, গুরু বৃহস্পতি ও শুক্রের যুবা অবস্থায় অবস্থানের জেরে কোন কোন রাশি লাভবান হবে দেখা যাক।
3/6বৃষ- গুরু আর শুক্র দুই গ্রহই আপনার কোষ্ঠীকে ভালো অবস্থানে রয়েছে। এই সময়কালে আপনি সব কাজে পাবেন সাফল্য। ব্যবসায়িক দিক থেকে পাবেন উন্নতির দেখা। বিদেশ সম্পর্কিত কোনও কাজে পাবেন অপার সাফল্য। ভালো অর্থ প্রাপ্তি হবে। সমস্ত মনের আকাঙ্খা পূরণ হবে। সৌভাগ্য আসবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস)
4/6কর্কট- বৃহস্পতি ও শুক্রের যুব অবস্থার ফলে সুফল আসন্ন। এই সময় বিদেশ যাত্রা হতে পারে। আপনার রাশিতে মালব্য যোগ থাকার ফলে লাভবান হবেন। ধার্মিক কর্মকাণ্ডের ফলে সুখ সুবিধা বৃদ্ধি পেতে পারে। যাঁরা আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন বা অর্থকষ্টে রয়েছেন, তাঁরা পাবেন সুসময়ের দেখা। জীবনে আসতে চলেছে সমৃদ্ধি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/6ধনু- বৃহস্পতি ও শুক্রের যুব অবস্থার ফলে অনুকূল পরিণাম দেবে। আপনার রাশিতে দুটি শুভ যোগ দেখা যাবে, মালব্য রাজযোগ, ও হংস রাজযোগ। এরফলে ভাইবোনদের সঙ্গে ভালো সম্পর্ক হবে। বহু বিলাসব্যাসনের সুখ সুবিধা পাওয়া যাবে। আইনের মামলায় পাবেন লাভ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/6মীন- এই সময়কাল মীন রাশির জাতক জাতিকাদের জন্য বেশ শুভ। বেশ কিছু পবিত্র রাজযোগ আপনার রাশিতে থাকার ফলে আপনার বেতন বৃদ্ধি হতে পারে। আপনার সাহস ও পরাক্রমেও হবে বৃদ্ধি। ব্যবসায়ীরা ভালো লাভের মুখ দেখবেন। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।)