গুরুগ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনার পর অভিযুক্ত এসইউভির চালককে জামিনে মুক্ত করা নিয়ে উঠছে বহু প্রশ্ন। রাস্তার ভুল দিক দিয়ে এসে এক বাইক আরোহীকে ধাক্কা মারার অভিযোগ রয়েছে এক এসইউভির বিরুদ্ধে। বেশ কিছু রিপোর্টের দাবি, এসইউভির চালক গুগল ম্যাপ দেখে রাস্তার ভুল দিক দিয়ে এসে ওই বাইককে ধাক্কা মারে। মুহূর্তে বাইক থেকে ছিটকে পড়ে যায় আরোহী। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৩ বছর বয়সী অক্ষত গর্গের। বাইক আরোহীর মৃত্যুর পর অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলেও, পরে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। এদিকে, মৃত অক্ষতের মায়ের প্রশ্ন, ‘কী করে তিনি জামিনে মুক্ত হলেন?’
গুরুগ্রামের ডিএলএফ ফেজ২ তে গল্ফকোর্স রোডে বন্ধুদের সঙ্গে বাইক চালাচ্ছিলেন বছর ২৩ এর অক্ষত। গোটা ঘটনাটি তাঁর বন্ধুর বাইকের গো প্রো অ্যাকশন ক্যামেরায় ধরা পড়ে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, দ্বারকার বাসিন্দা অক্ষত হেলমেট ও গ্লাভস পরে বাইক চালাচ্ছিলেন। তিনি সামান্য টার্ন নিতেই রাস্তার ভুল দিক থেকে একটি XUV 3XO এসে ধাক্কা মারে বাইককে। তারফলে বাইক আরোহী মাটিতে পড়ে যান। সেখানেই অক্ষতের মৃত্যু হয়েছে। এসইউভির চালক গ্রেফতার হলেও তিনি জামিনে মুক্ত হয়েছেন। এই নিয়ে মন্তব্য করতে গিয়ে অক্ষতের মা বলেন,' আমি আমার ছেলের জন্য বিচার চাই। যে ভুল করেছে, আমার ছেলেকে মেরেছে … আমার একটাই প্রশ্ন, ওঁ কীভাবে জামিনে মুক্তি পেল? আমার ছেলে তো মারা গিয়েছে, তবে ওঁ (অভিযুক্ত) সারা রাত শান্তিতে ঘুমিয়েছে… পুলিশ আমাদের কেন সাহায্য করছে না?'
বেশ কিছু রিপোর্টের দাবি, ওই দুর্ঘটনার পর পরই অ্যাম্বুলেন্সকে ডেকে পাঠানো হয়। তবে অক্ষতের প্রাণ রক্ষা করা যায়নি। গুরুগ্রাম পুলিশ বলছে, ‘ এই বিষয়ে, বিএনএস (ভারতীয় ন্যায় সংহিতা) এর প্রাসঙ্গিক ধারায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্তকে আইন অনুযায়ী গ্রেফতার করা হয়।’ পুলিশ বলেছে যে তারা আগস্ট মাসে ভুল দিক দিয়ে গাড়ি চালানোর জন্য ১৬ হাজারের বেশি চালান জারি করেছে এবং এই নিয়ে 'কড়া ব্যবস্থা' অব্যাহত থাকবে।